দাদা-নানাদের কাছে নাতি-নাতনির সঙ্গে সময় কাটানোর মতো মিষ্টি অভিজ্ঞতা বোধহয় আর কিছুই হতে পারে না। সুনীল শেট্টিও সেক্ষেত্রে ব্যতিক্রম নন। রাহুল-আথিয়ার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে গদগদ নতুন নানা সুনিল। লিঙ্কডিনে সম্প্রতি নিজের মধুর অনুভূতি ভাগ করে নিলেন অভিনেতা।
তিনি লেখেন, “জীবনে যে কী না হয়, জীবনে খুশির জন্য আমরা কত কিছুর পিছনে দৌড়ই। একটি বড় অফিস, টাকা, অভিনয়ে প্রত্যাবর্তন, পরিচিত, সব কিছু। কিন্তু আমি শিখেছে আসল আনন্দ হল সরলতা। সদ্যই নানা হয়েছি। আমি এই অভিজ্ঞতা বর্ণনা করতে পারব না। এই অনুভূতি অত্যন্ত পবিত্র। আমি বাড়ি, ব্যবসা, ছবির পিছনে ছুটেছি।
কবে নাতনিকে কোলে নেওয়ার অনুভূতির কোনও তুলনা হয় না। আমি গর্বিত। এটাই এখন আমার কাছে বিলাসিতা। আমার মা যখন নাতনিকে কোলে নেন, এই মুহূর্ত সত্যিই খুব সুখকর। এমন সুন্দর মুহূর্ত আর কোনওদিন দেখিনি।” নিজের ছোটবেলার স্মৃতিতে ডুব দিয়ে খোলা মাঠ, বাড়ির তৈরি খাবার, প্রখর গ্রীষ্মে দৌড়াদৌড়ির কথা উল্লেখ করে অভিনেতা জানান, “আসল আনন্দ পাওয়া যায় পরিবার, প্রকৃতি থেকে।”
বলে রাখা ভালো, ২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি।
জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া শেট্টি। রাহুলের পরিবারে আসছে খুদে অতিথি। এমন খবর জানা গিয়েছিল গত বছরই। কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও নতুন কোনও সুখবর পাননি অনুরাগীরা। বেড়েছিল কৌতূহল। কবে ভূমিষ্ঠ হচ্ছে রাহুল-আথিয়ার সন্তান? সেই কৌতূহল দূর করে আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছিলেন এপ্রিলের গোড়াতেই নতুন অতিথির আগমন ঘটবে। গত মার্চেই আথিয়ার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। আপাতত খুদেকে নিয়েই সময় কাটাছে রাহুল, আথিয়া-সহ তাদের পরিবারের লোকজনের।
এসএম/টিএ