পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন পয়েন্টসমূহ:
১৪ এপ্রিল (রোববার) ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন/ব্যারিকেড বসানো হবে। যান চলাচল বন্ধ থাকবে নিচের পয়েন্টগুলোতে:
১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ
২. পুলিশ ভবন ক্রসিং
৩. সুগন্ধা ক্রসিং
৪. কাকরাইল চার্চ ক্রসিং
৫. কদম ফোয়ারা ক্রসিং
৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)
৭. দোয়েল চত্বর
৮. রোমানা ক্রসিং
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
১০. জগন্নাথ হল ক্রসিং
১১. রাজু ভাস্কর্য ক্রসিং
১২. নীলক্ষেত ক্রসিং
১৩. কাঁটাবন ক্রসিং
যানচলাচলের বিকল্প রুট:
১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন বাংলামোটর হয়ে বামে ঘুরে মগবাজার হয়ে গন্তব্যে যাবে।
২. গোলাপশাহ মাজার-হাইকোর্ট থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন কদম ফোয়ারা, ইউবিএল, নাইটিংগেল হয়ে গন্তব্যে যাবে।
৩. সায়েন্সল্যাব থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন মিরপুর রোড ধরে আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলবে।
বিশেষ রুটসীমিত যানচলাচল (বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য):
নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল
মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা
শিল্পকলা একাডেমি গলি
কাঁটাবন থেকে পলাশী হয়ে নীলক্ষেত
দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল
আব্দুল গনি রোড
উদ্দেশ্য:
পহেলা বৈশাখের আনন্দ ও উৎসব নির্বিঘ্ন করতে এই রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।
এসএস/এসএন