২৪৬ রান তাড়ায় জয়ের পথে যত রেকর্ড গড়ল হায়দরাবাদ

ঠিক যেন আগুনে উত্তাপটা ছড়াতে পারছিল না আইপিএলের গত আসরের রানারআপ সানরাইজার্স হায়দরাবাদ। ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানও ছিল একেবারে তলানিতে। সব অস্বস্তি গতকাল (শনিবার) সুদে-আসলে কাটিয়েছে প্যাট কামিন্সের দল। পাঞ্জাব কিংসের বিপক্ষে তারা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জিতেছে। এ ছাড়া ঝোড়ো সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজিই গড়েছিল চলতি আইপিএলের অন্যতম ইনফর্ম ফ্র‌্যাঞ্চাইজি পাঞ্জাব। শ্রেয়াশ আইয়ারের ৩৬ বলে ৮২, প্রভসিমরান সিংয়ের ২৩ বলে ৪২, প্রিয়াংশ আর্যের ১৩ বলে ৩৬ এবং মার্কাস স্টয়নিসের ১১ বলে ৩৪ রানে ভর করে নির্ধারিত ওভারে তারা ৬ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় অভিষেক ১৪১ এবং ট্রাভিস হেড ৬৬ রানের ইনিংস খেলে ৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই হায়দরাবাদের জয় নিশ্চিত করেছেন। ম্যাচটিতে হওয়া রেকর্ডগুলো এক নজরে দেখা যাক—
৫০/৩.০

মাত্র ৩ ওভারেই ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা পাঞ্জাব দলীয় ফিফটি করেছিল। যা আইপিএলে দলটির তৃতীয় দ্রুততম। এর আগে ২০১১ আসরে তারা রাজস্থান এবং ২০১৮ সালে দিল্লির বিপক্ষে সমান ২.৫ ওভার দলীয় ৫০ করেছিল।
৮৯/১

পাওয়ার প্লেতে পাঞ্জাবের স্কোরবোর্ড ছিল এমন। যা শুরুর ৬ ওভারে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। গত আসরে কলকাতার বিপক্ষে একটি ম্যাচে পাঞ্জাব পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর তুলেছিল ৯৩/১।
৭৫/০

আইয়ার-স্টয়নিসদের তুলোধুনো করার সুযোগে বিব্রতকর একটি রেকর্ডে নাম তুলেছেন হায়দরাবাদের ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ৪ ওভারে তার বোলিং ফিগার ছিল ৭৫ রানে উইকেটশূন্য। যা আইপিএলে দ্বিতীয় বাজে বোলিং ফিগার। চলতি আসরেই রাজস্থানে জোফ্রা আর্চার আইপিএলের সবচেয়ে খরুচে (৪-৭৬-০) বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন।
২৪৫

আইপিএলে পাঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। অথচ সেই পুঁজিটাই শেষ পর্যন্ত তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না! গত আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় পুঁজি ২৬২ রান করেছিল পাঞ্জাব।
৫০/৩.৩

মাত্র তিন ওভারেই ফিফটি পূর্ণ হয়েছিল পাঞ্জাবের। দ্বিতীয় ইনিংসে যা হায়দরাবাদ করেছে ৩.৩ ওভারে। আইপিএলে এটি তাদের জন্য যৌথভাবে তৃতীয় দ্রুততম। গত আসরে ভিন্ন তিনটি ম্যাচে হায়দরাবাদ ২.৪, ৩.১ এবং ৩.৩ ওভারে দলীয় ফিফটি করার রেকর্ড গড়েছিল।

১৯
অভিষেক শর্মা এদিন মাত্র ১৯ বলেই ফিফটি করেন। যা তার জন্য দ্বিতীয় এবং হায়দরাবাদের কোনো ব্যাটারের তৃতীয় দ্রুততম। এর বাইরে ট্রাভিস হেড দুইবার এবং অভিষেক একবার ১৬ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন। এ ছাড়া ২০ বলের চেয়ে কম খেলে আইপিএলে তিনটি ফিফটির নজির আছে অভিষেকের। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তার সমান ২০ বলের কমে ৩টি করে ফিফটি আছে হেড ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। ৪ বার ২০ বলের কম খেলে আইপিএলে ফিফটি আছে কেবল একজনের, তিনি ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান।

১৭১
অভিষেক-হেড মিলে ম্যাচটিতে ১৭১ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নেমে। যা আইপিএলে হায়দরাবাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। এর আগে ২০১৯ আসরে জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার মিলে এই ফ্র্যাঞ্চাইজির পক্ষে সর্বোচ্চ ১৮৫ রানের জুটি গড়েন। এ ছাড়া অভিষেক-হেডের ১৬৭ রানেরও একটি জুটি ছিল গত আসরে।

৪০
মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছেন অভিষেক। যা আইপিএলে বলের হিসাবে পঞ্চম দ্রুততম। এক্ষেত্রে রাজত্বটা ইউনিভার্সবস খ্যাত ক্রিস গেইলের। তিনি আইপিএলে সেঞ্চুরি করতে খেলেছেন মাত্র ৩০ বল। এ ছাড়া ইউসুফ পাঠান ৩৭, ডেভিড মিলার ৩৮, হেড ও প্রিয়াংশ আর্য সমান ৩৯ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন।

১৪১
ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ১৪১ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন অভিষেক। যা আইপিএলে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে তালিকার শীর্ষে থাকা ক্রিস গেইল ১৭৫* এবং ব্রেন্ডন ১৫৮* রানের ইনিংস খেলেছিলেন।

২৪৬
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য ২৪৬ রান তাড়ায় সফল হয়েছে হায়দরাবাদ। যা টি-টোয়েন্টির ইতিহাসে ৪র্থ সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড। এর আগে পাঞ্জাব গত আসরে কলকাতার বিপক্ষে সর্বোচ্চ ২৬২ রান তাড়ায় জিতেছিল। এটি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

৯–৮
নির্দিষ্ট ভেন্যুতে (হায়রাবাদ) পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ম্যাচ জিতল হায়দরাবাদ। কলকাতায় পাঞ্জাবের বিপক্ষে সমান ম্যাচ জিতেছে কলকাতা। নিজেদের মাঠ ওয়ানখেড়েতে কলকাতার বিপক্ষে সর্বোচ্চ ১০টি ম্যাচ জিতে মুম্বাই। এ ছাড়া পাঞ্জাবের বিপক্ষে টানা ৮টি ম্যাচ জিতল হায়দরাবাদ, যা আইপিএলে নির্দিষ্ট দলের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা Apr 15, 2025
img
সাবধান হয়ে যান, শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ Apr 15, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ বিএনপি নেতাকে বহিষ্কার Apr 15, 2025
img
মিরপুরে বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Apr 15, 2025
img
রণবীরের সঙ্গে প্রেম না করার কারণ জানালেন আনুশকা Apr 15, 2025
img
এসএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 15, 2025
img
পঞ্চগড়ে হাজার শয্যার হাসপাতাল চাইলেন শরিফুল Apr 15, 2025
img
ড্যাফোডিলে মোবাইল সাংবাদিকতা বুটক্যাম্প : শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ Apr 15, 2025
img
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক Apr 15, 2025
img
বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিষ্কার Apr 15, 2025