কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

ভুটানের নারী ফুটবল লিগে অংশ নিতে আজ (রোববার) সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের পাঁচ নারী ফুটবলার—সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। তবে দলের অভিজ্ঞ ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারের যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে, কারণ তার ক্লাব এখনও প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেনি। অনুমান করা হচ্ছে, কিছুদিন পর তিনিও ভুটানে যোগ দেবেন।

এর আগে এক সপ্তাহ আগে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা। এই চারজনই খেলবেন পারো এফসি’র হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন মাসুরা, রুপ্না এবং কৃষ্ণা। অন্যদিকে থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ভুটানের নারী লিগ, যার মেয়াদ বাংলাদেশের লিগের তুলনায় অনেক দীর্ঘ। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এখন পর্যন্ত পাওয়া এক ম্যাচ ফিকশ্চার অনুযায়ী, একটি ম্যাচ ১৯ মে, আর পরেরটি ১৬ জুনে—মাঝে প্রায় এক মাসের ব্যবধান। এমন ফাঁকা সূচিতে খেলোয়াড়দের অনুশীলন বা জাতীয় দলের জন্য সময় বের করাও হতে পারে চ্যালেঞ্জ।

জুনের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে শুরু হবে এশিয়ান কাপ বাছাইপর্ব। কোচ পিটার বাটলার চাইলে ভুটানে থাকা ফুটবলারদের দলে ডাকলেও তাদের অনুশীলনের জন্য সময় পাবেন খুবই সীমিত। তবে যদি ফেডারেশন জুনের আগেই ক্লাব থেকে তাদের ছাড়িয়ে নিতে পারে, তাহলে মাসখানেক অনুশীলনের সুযোগ মিলতে পারে।

এদিকে, সম্প্রতি বাফুফে’র সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সিনিয়র নারী ফুটবলারদের মধ্যে ১৩ জন অনুশীলনে ফিরেছেন। তাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যেই ভুটানে রওনা হয়েছেন। যদিও তারা কয়েকদিন অনুশীলন করলেও বাফুফের সঙ্গে এখনও চুক্তি হয়নি। কর্মকর্তারা বলেছিলেন, অনুশীলনে ফিরে এলে দ্রুত চুক্তি সম্পন্ন করা হবে, তবে ফেডারেশনের শীর্ষ কর্তারা বর্তমানে এএফসি কংগ্রেসে থাকায় বিষয়টি ঝুলে আছে।

ফেডারেশনের পক্ষ থেকে এখনও ভুটানে থাকা খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত অবস্থান পরিষ্কার করা হয়নি।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা Apr 15, 2025
img
সাবধান হয়ে যান, শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ Apr 15, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ বিএনপি নেতাকে বহিষ্কার Apr 15, 2025
img
মিরপুরে বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Apr 15, 2025
img
রণবীরের সঙ্গে প্রেম না করার কারণ জানালেন আনুশকা Apr 15, 2025
img
এসএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 15, 2025
img
পঞ্চগড়ে হাজার শয্যার হাসপাতাল চাইলেন শরিফুল Apr 15, 2025
img
ড্যাফোডিলে মোবাইল সাংবাদিকতা বুটক্যাম্প : শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ Apr 15, 2025
img
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক Apr 15, 2025
img
বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিষ্কার Apr 15, 2025