পর্তুগাল সরকার পুনরায় গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে, তবে আবেদন প্রক্রিয়ার ধীরগতি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। দেশটির ইন্টিগ্রেশন, মাইগ্রেশন এবং আশ্রয় সংস্থার (AIMA) প্রেসিডেন্ট পেদ্রো পর্তুগাল গ্যাসপার জানিয়েছেন, আবেদন গ্রহণ পুনরায় শুরু হলেও, প্রায় ৫০ হাজার বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যরা এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
Schengen.News-এর প্রতিবেদনে বলা হয়, কিছু আবেদন প্রক্রিয়া তিন বছর ধরে বিলম্বিত রয়েছে। Público-র এক প্রতিবেদনে গ্যাসপার বলেন, “কিছু আবেদন অগ্রসর হচ্ছে, তবে এটি মূলত নির্ভর করছে প্রক্রিয়ার কাঠামো কতটা কার্যকর তার ওপর।”
গোল্ডেন ভিসা প্রোগ্রামটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে পর্তুগালে স্থায়ী বাসস্থানের সুযোগ দেয়। একসময় রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে এ প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তবে ২০২৩ সালে দেশব্যাপী আবাসন সংকট মোকাবেলায় পর্তুগাল সরকার রিয়েল এস্টেট বিনিয়োগের অপশনটি বাতিল করে দেয়।
আইনজীবী তাতিয়ানা কাজান Público-কে বলেন, “নিষেধাজ্ঞার আগে অনেকেই আশা করেছিলেন যে সরকার দ্রুত বাসস্থানের অনুমোদন দেবে। তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী তহবিল বিনিয়োগ করেছেন, কিন্তু এখনো তাদের প্রত্যাশিত অনুমোদন মেলেনি।”
বিশেষজ্ঞরা মনে করছেন, পুনরায় চালু হওয়া গোল্ডেন ভিসা প্রোগ্রাম কার্যকর করতে হলে আবেদন প্রক্রিয়ার গতি বাড়ানো ও পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আরও উদ্যোগ প্রয়োজন।
এসএন