আমি সেরা হতে চেয়েছিলাম, প্রিয়াঙ্কার সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গে কারিনা

প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুর, দুজনেই তাদের প্রতিভা এবং শক্তিশালী অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মুগ্ধ করে এসেছেন। কিন্তু জানলে অবাক হবেন যে একটা সময় এই দুই অভিনেত্রী জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে।


অক্ষয় কুমার অভিনীত ‘এতরাজ’ ছবিতে ২০০৪ সালে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল কারিনা ও প্রিয়াঙ্কাকে। তার পর থেকেই এই সমস্যার সূত্রপাত।


তাদের উত্তেজনা আড়াল-আবডালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। ‘কফি উইথ করণ’-এও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল। করণ জোহর তার শোতে কারিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াঙ্কাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে কারিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, ‘প্রিয়াঙ্কা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি।’

তার এই কথা শুনে কড়া জবাব দেন প্রিয়াঙ্কাও।

কারিনার উপস্থিতিতেই তিনি বলেন, ‘আমার মনে হয় ওর প্রেমিক (বর্তমানে স্বামী সাইফ আলী খান) যে জায়গা থেকে শিখেছিলেন, সেখান থেকেই।’ তাদের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা।

তবে এখানেই শেষ নয়। গুঞ্জন শোনা গিয়েছিল, কারিনা এবং প্রিয়াঙ্কা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটা কনসার্টের সময় একসঙ্গে গিয়েছিলেন, সেখানেও তাদের মধ্যে সমস্যা হয়েছিল।

জানা গিয়েছিল, সেই লড়াই নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ২০২৩ সালে কারিনা মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘না, না, সবটাই গুঞ্জন। আমি সেই সময় ভাবছিলাম, ‘এসব কী হচ্ছে?’ কিন্তু আমার মনে হয়, আমাদের সবার মধ্যেই রাগ আছে, এমন কিছু বিষয় থাকে যেখানে আমরা সবাই নিজেদের প্রমাণ করতে চাই।’

পাশাপাশি কারিনা এও জানান, সংবাদমাধ্যম কিভাবে ৯০-এর দশক থেকে ২০০০-দশক শুরু দিক পর্যন্ত তাদের মধ্যকার সমস্যা নিয়ে গুঞ্জন ছড়াতেন।

তিনি বলেন, ‘৯০-এর দশক পুরোটাই এটা নিয়ে কেটেছে। ৯০-এর দশকে শুরু হয়েছিল এবং ২০০০ সাল পর্যন্ত এই ক্যাটফাইট চলেছিল। আজ আমি জানতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, তাহলে কিভাবে ভেবে নিতে পারেন আপনারা। তবে এখন এই নিয়ে আলোচনা কমেছে এটাই বড় ব্যাপার।’

তিনি আরো জানিয়েছিলেন, তখনকার সময়ে মানুষেরা একে অপরের বিরুদ্ধে অভিনেতাদের দাঁড় করিয়ে দিতেন। তবে এই সব কিছু বলার পরও কারিনা স্বীকার করেন যে, তিনি সফল হওয়ার জন্য সেই সময় একটু বেশি অস্থিরও হয়ে পড়েছিলেন।

তার কথায়, ‘আমি ক্রমাগত তাড়াহুড়া করছিলাম... আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সেরা হতে চেয়েছিলাম।’ তবে এ সমস্যা শুধু কারিনার একার নন, শুরুর দিকে অনেক অভিনেতার মধ্যেই এই অস্থিরতা কাজ করে।

তবে সব থেকে মজার বিষয় ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ফের কারিনা এবং প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। ষষ্ঠ সিজনের সেই পর্বে দুই অভিনেত্রীকেই একে অপরের সঙ্গে হাসতে, ঠাট্টা করতে দেখা গিয়েছিল। শুধু তা-ই নয়, তারা একে অপরের হয়েও কথা বলেছিলেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কুয়েটের বহিষ্কারাদেশ থেকে শিক্ষার্থীদের অব্যাহতির দাবি শিবিরের Apr 16, 2025
img
বুধবার মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ Apr 16, 2025
img
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার Apr 16, 2025
img
লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! Apr 16, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার হামলার অভিযোগ চীনের Apr 16, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে Apr 16, 2025
img
কেন সীমান্তে রাশিয়ার এস ৪০০ মোতায়ন করলো মোদি? Apr 16, 2025
img
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির Apr 15, 2025
img
এনসিপি যত সময় পাবে, ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, হোমিওপ্যাথি ডোজের মত: মাসুদ কামাল Apr 15, 2025
img
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা Apr 15, 2025