আল্লু অর্জুনের পরবর্তী বড় প্রজেক্ট ‘AA22’ নিয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন— কে হচ্ছেন নায়িকা? দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে কারা যোগ দেবেন এই বিশাল বাজেটের সিনেমায়? ফ্যানদের উত্তেজনা তুঙ্গে, এবং সবার চোখ এখন সামান্থা রুথ প্রভুর দিকে।
‘পুষ্পা’-র “ও আন্টাভা” গানে আল্লু অর্জুনের সঙ্গে সামান্থার উপস্থিতি একদম ঝড় তুলেছিল। তাঁর তুখোড় পারফরম্যান্স এবং ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল’-এ তার অভিনয় সামান্থাকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার ওপর, দর্শকরা এখন অপেক্ষা করছেন, আরেকবার আল্লু অর্জুনের সঙ্গে ফুল-ফ্লেজড রোমান্সের জন্য।
তবে সামান্থা একমাত্র নাম নয়। সিনেমাটির কাস্টে আরও একজন নায়িকার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নামটি হল— জাহ্নবী কাপুর। ‘দেভারা’-র মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা জাহ্নবী এখন আরেকটা বড় প্রজেক্টের জন্য প্রস্তুত। তাই গুজব উঠছে, ‘AA22’-তে তাঁকেও নায়িকার চরিত্রে দেখা যেতে পারে।
এভাবে ‘AA22’-এর নায়িকার চরিত্রে হতে পারে আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু এবং জাহ্নবী কাপুরের দুর্দান্ত কম্বো— যা দর্শকদের জন্য আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। এখনই কোনো কিছু চূড়ান্ত না হলেও, এই তিন নামকে কেন্দ্র করে সিনেমাটির জন্য উত্তেজনা আরও বাড়ছে।
এফপি/এস এন