অভিনয় দিয়ে আগেই জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তবে ‘পুষ্পা’ সিনেমার আইটেম গান দিয়ে রাতারাতি তুমুল জনপ্রিয়তা পান এ দক্ষিণি অভিনেত্রী। এরপর ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ তার সেই জনপ্রিয়তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
একের পর এক সিনেমা আর বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসতে থাকে অভিনেত্রীর কাছে।
তবে বেশির ভাগ প্রস্তাবই তিনি না করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, গত বছর ১৫টি বিজ্ঞাপনী চুক্তি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
অভিনেত্রীর মতে, তিনি এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান, যা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব রাখতে পারবে। এ ছাড়া তিনি চুক্তি করার আগে পণ্য সম্পর্কে বিশদ জানতে চান।
এ বিষয়গুলো না মেলায় গত বছর তিনি ১৫টি বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছেন বলে জানান তিনি। এ জন্য তার কোটি কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।
সামান্থার কথায়, ‘আমার বয়স যখন বিশের কোটায় তখন অভিনয় জগতে আসি, তখন কতগুলো প্রকল্পে কাজ করেছেন সেটা দিয়ে আপনার সাফল্য বিচার করা হতো। যত বেশি ব্র্যান্ডের সঙ্গে আপনার চুক্তি থাকবে, তত বেশি মূল্যায়ন করা হতো।
আমি খুবই খুশি, বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান আমাকে তাদের শুভেচ্ছাদূত করতে চায়। তবে আমি নিজের পছন্দের ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে। এমন কিছু করতে পারি না যা আমার তরুণ অনুসারীদের ওপর প্রভাব ফেলে।’
সামান্থাকে সর্বশেষ দেখা গেছে রাজ ও ডিকের সিরিজ ‘সিটাডেল: হানি বানিতে’। একই পরিচালকের পরের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এও সামান্থা অভিনয় করছেন এমন গুঞ্জন চাউর হয়েছে।
এসএন