কুমিল্লায় বিজিবির গুলিতে দুই মাদক কারবারি নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পৃথক ঘটনার আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবির দাবি, নিহতরা মাদক কারবারি।

মঙ্গলবার রাত ১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া এলাকার গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে রুবেল মিয়া (৩৫) ও আলী আহম্মদের ছেলে সেলিম মিয়া (৪৫)।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, চোরাচালানের খবর পেয়ে বিজিবির টহল দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়ার একটি নির্জন বাগানে অবস্থান নেয়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ করে গুলি ছোড়ে।

বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক কারবারি আহত হয়। বিজিবি তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই জনের কাছ থেকে দুই হাজার ১৫৫টি ইয়াবা উদ্ধার করেছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লার বৌয়ারা বাজার এলাকায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিতে আহতরা হলেন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার যশোর গ্রামের ওয়ালী উল্লাহর ছেলে মো. বকুল মিয়া (৪৩) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর রসুলপুর গ্রামের আবদুল মোন্নাফের ছেলে আবদুল করিম (৩৭)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: