জনপ্রিয়তার কথা চিন্তা করে কখনো গান করিনি : জেমস

বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি ব্যান্ড নগর বাউল। আর সেই ব্যান্ডের তুমুল জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকের উৎসব নামে।

চলে তারুণ্যের উন্মাদনা। দেশের আপামর মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয় এ গায়ক। তবে জেমসের মতে, তিনি জনপ্রিয়তার জন্য কখনো গান করেননি।
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন জেমস।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন করেন, ‘কয়েক প্রজন্ম আপনার গান শুনছে। সময়ের পরিবর্তনের সঙ্গে কনসার্টের প্লে লিস্টেও পরিবর্তন এনেছেন। কখনো কি কোনো গানের ক্ষেত্রে এমন মনে হয়েছে, যতটা জনপ্রিয় হবে বলে আশা করেছিলেন, ততটা হয়নি?’

জবাবে জেমস বলেন, ‘জনপ্রিয়তার কথা চিন্তা করে আমি কখনো গান করিনি। জনপ্রিয়তা যেটা পাওয়ার পেয়েছে, যেটা পায়নি, পায়নি।
এসব নিয়ে কখনো ভাবিনি।’

জেমসের জনপ্রিয়তা শুধু দেশেই নয়। বলিউডেও জেমস হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় এক নাম। বলিউড থেকে ডাক পেয়ে সেখানে নিজের দাপটও দেখিয়ে এসেছেন জেমস। তবে মুম্বাইয়ের শোবিজে থিতু হননি তিনি।

কারণ জানতে চাইলে জেমস বলেন, ‘ওদের তখন এমন একটা কণ্ঠের প্রয়োজন ছিল, তাই ডেকেছিল। কাজ শেষ, ব্যস চলে এসেছি। ওই বয়সে কে ওখানে স্ট্রাগল করে? ওখানে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হতো। একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হতো না? সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই থাকিনি।’

দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করেননি জেমস। এ বিষয়ে তিনি বলেন, “নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবেন যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।”

দেশে-বিদেশে বেশ কিছু আয়োজন রয়েছে জেমসের। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাবেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান শ্রোতাদের ‘গুরু’।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ Apr 18, 2025
বাস্তবজীবনে কেন এক হলেন না ‘যাব উই মেট’ জুটি? Apr 18, 2025
img
বাংলাদেশকে 'নিরাপদ' ঘোষণায় ইউরোপে আশ্রয় কঠিন হতে পারে Apr 18, 2025
img
রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেফতার ৪ Apr 18, 2025
img
আইবুড়োভাত খাচ্ছেন 'শুভ বিবাহ'র তেজ, বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন হানি বাফনা Apr 18, 2025
img
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান Apr 18, 2025
img
হজযাত্রীদের সহায়তায় আসছে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ ও অ্যাপ Apr 18, 2025
img
বিয়ে হলে সন্তান নিয়ে সকলে ভাবে, তবে আমরা পরিকল্পনা করে এগোইনি : অহনা দত্ত Apr 18, 2025
img
নাগরিকত্ব সংকটে নীল চোখের বিখ্যাত সেই ‘চা ওয়ালা’ Apr 18, 2025
img
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে : মুজিবুর রহমান Apr 18, 2025