চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ দল। জাতীয় দলের ক্রিকেটাররা এই সময়ে ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে। তবে চলতি মাসেই আন্তর্জাতিক মঞ্চে ফিরছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের নতুন যাত্রা।
এই সিরিজকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন সকালে ক্যাম্পে উপস্থিত ছিলেন ৮ জন ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ। একদিন পর, সোমবার (১৪ এপ্রিল) দলের বাকি সদস্যরাও অনুশীলনে যোগ দেন।
এদিন জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকি ক্রিকেটারদেরও দেখা গেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অনুশীলনে। দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফরা পুরো সময়জুড়ে উপস্থিত ছিলেন।
প্রথমে ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও তা একদিন পিছিয়ে ১৩ এপ্রিল থেকে শুরু হয়।
জিম্বাবুয়ে দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, যেখানে দলের পারফরম্যান্স দেখার দিকেই নজর থাকবে সমর্থকদের।
এসএস/এসএন