দুই প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্লোয়ি কার্দাশিয়ানের

মার্কিন শোবিজের আলোচিত ব্যক্তিত্ব ক্লোয়ি কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ানের বোন ক্লোয়ি নিজেও প্রেম ও বিচ্ছেদের জন্য বেশ আলোচিত। জনপ্রিয় দুজন এনবিএ খোলোয়াড়ের সঙ্গে প্রেম করেছেন ক্লোয়ি। যদিও সেইসব সম্পর্ক টিকেনি।

তবে তার প্রাক্তনদের মধ্যে এনবিএ ক্লোয়ি ছাড়াও আরেকটি মিল আছে, তারা দুজনেই ক্লোয়ির সঙ্গে নিকৃষ্টতম আচরণ করতেন। সম্প্রতি এমনটাই জানালেন ক্লোয়ি। জানালেন, দুজনের কাছেই ‘পায়ের পাপোশ’ ছিলেন তিনি!

সম্প্রতি ‘দ্য কার্দাশিয়ানস শো’-এর ষষ্ঠ সিজনের ফাইনালে, গুড আমেরিকান ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ক্লোয়ি কার্দাশিয়ান তার দুই প্রাক্তন, লামার ওডম এবং ট্রিস্টান থম্পসনের বিরুদ্ধে মুখ খুলেছেন। সম্পর্কে থাকাকালীন তারা যেভাবে তাকে ব্যবহার করেছেন, সে বিষয়ে স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লোয়ি।

তার বোন কেন্ডাল ও কাইলির সঙ্গে কথোপকথনের সময় ক্লোয়ি এই বিষয়টি তুলেছিলেন যে তার প্রাক্তনদের হাতে যে যন্ত্রণা তিনি পেয়েছেন, তা ক্ষমার অযোগ্য। তবে চারপাশের লোকজন চায় ক্লোয়ি যেন তাদের ক্ষমা করে দেন। এমন এক ক্ষমার প্রত্যাশা সমাজের পক্ষ থেকে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ক্লোয়ি। তখন কেন্ডাল পরামর্শ দেন, ক্লোয়ি যেন লামার ওডমকে ক্ষমা করার একটা উপায় খুঁজে বের করেন।

যদিও লামার এবং ট্রিস্টান থম্পসন দুজনই তাকে অনেক মানসিক আঘাত দিয়েছেন বলে স্বীকার করেন কেন্ডাল। কিন্তু ক্লোয়ি এর জবাবে প্রশ্ন তোলেন, কেন সব সময় তার কাছেই প্রত্যাশা করা হয় যে তিনি তাদের আচরণ এড়িয়ে যাবেন বা ভুলে যাবেন?

ক্লোয়ি তার ছোট বোন কেন্ডাল এবং কাইলি জেনারের উদ্দেশে বললেন, ‘আমার কপালে কী লেখা আছে? পাপোশ (পা মোছার জন্য ব্যবহৃত)?’ তিনি আরও বলেন, সম্ভবত এই মানুষগুলো সেটাই ভেবে নিয়েছিল, কারণ এতদিন আমি সেটাই ছিলাম। কিন্তু তারপরে সেটার সুযোগ নিয়ে নেয় সবাই।

ক্লো বলেন, ‘আমি তোমাদের সবাইকে বলছি। কারণ আমার চারপাশের সবাই পরে এসে বলে আমি এখন কতটা ভালো আছি! কিন্তু আগে কেন সেটা ভাবলে না? এটা আসলে আমাকে ভীষণ অপমানিত অনুভব করায়।

ক্লোয়ি স্বীকার করেন যে এই ঘটনাগুলো তার নিজেকে নিরাপদ রাখতে নতুনভাবে গড়তে সাহায্য করেছে। তিনি বলেন, ‘যারা আমার মতো অবস্থায় ছিল বা এখনো আছে, যারা ভুগেছে- তারা সবাই একদিন বদলাবে। বদলাতেই হবে। নয়তো সেটা হবে বোকামি। তোমাদের নিজেকে নিরাপদ রাখতে হবে। বেড়ে উঠতে হবে।’

ক্লোয়ি আরো বলেন, “আমি আহত হই, ট্রিস্টান হোক বা লামার— যখন এই মানুষগুলো অবিশ্বাস্য সব কাজ করে আর তারপর আবার আমাকে দেখে এমনভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। কিংবা তারা বলে, ‘ইশ, যদি তোমার মুখে আমার জিভ ঢুকিয়ে দিতে পারতাম!”

মাত্র এক মাস ডেট করার পরেই ২০০৯ সালে ক্লোয়ি এবং ওডম বিয়ে করেছিলেন। তাদের বৈবাহিক সম্পর্ক ছিল ২০১৬ সাল পর্যন্ত। অন্যদিকে, ট্রিস্টান থম্পসনের সঙ্গে ক্লোয়ির সম্পর্ক ছিল ওঠা-নামার মধ্যে। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। ক্লোয়ি এবং থম্পসনের দাম্পত্য জীবনে একটি মেয়ে আছে যার নাম ট্রু, এবং একটি ছেলে রয়েছে যার নাম টেটাম।

ক্লোয়ি কার্দাশিয়ান বর্তমানে তার বোন কোর্টনি এবং কিমের সাথে ফ্যাশন শিল্পে জড়িত। তারা বেশ কয়েকটি পোশাক এবং সুগন্ধির ব্র্যান্ড চালু করেছেন এবং ২০১০ সালে কার্দাশিয়ান কনফিডেন্সিয়াল বইটিও প্রকাশ করেছেন। ক্লোয়ি এবং তার পরিবার আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ আয়োজন করেন। অনুষ্ঠানটি এখন মার্কিনীদের কাছে বেশ জনপ্রিয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন মাহফুজ আলম Apr 15, 2025
img
সেই খাইরুল এখন দেশের প্রধানমন্ত্রী হতে চান! Apr 15, 2025
img
বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রণয়ন করা হবে মহাপরিকল্পনা Apr 15, 2025
img
এলডিসি উত্তরণের কারণে বড় সমস্যা হবে না : ড. আনিসুজ্জামান Apr 15, 2025
img
এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা Apr 15, 2025
img
সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউ-ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ Apr 15, 2025
img
বাদামের সঙ্গে যেসব খাবার খেলে ভালো থাকবে মস্তিষ্ক Apr 15, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল Apr 15, 2025
img
‘ডন থ্রি’তে রণবীরের নায়িকা হতে যাচ্ছেন কে? Apr 15, 2025
img
যে কারণে আমিরের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন রণদীপ হুদা Apr 15, 2025