এ বারের পহেলা বৈশাখ যেন আগের সব উৎসবকে ছাপিয়ে এক অদ্ভুত বিষণ্নতার প্রতীক হয়ে উঠেছে—এমনটাই বলছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
বাংলা নববর্ষে ঢাকার প্রাণকেন্দ্র চারুকলার 'মঙ্গল শোভাযাত্রা' এ বছর নতুন নামে—'আনন্দ শোভাযাত্রা' হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এই নাম বদলের পেছনে রাজনৈতিক ইঙ্গিত দেখছেন শাওন। তাঁর মতে, সরকারের হস্তক্ষেপে এ উৎসবের স্বতঃস্ফূর্ততা হারিয়ে যাচ্ছে।
"ছাত্রদের আয়োজনে যে প্রাণ ছিল, এখন সেটা রাজনৈতিক রঙে ঢেকে গেছে। সংস্কৃতির উৎসবে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়,"—স্পষ্ট মন্তব্য শাওনের।
শুধু নাম বদল নয়, নাট্যজগতে বন্ধ হওয়া মঞ্চায়ন, সংস্কৃতিপ্রেমীদের নীরবতা—সব মিলিয়ে হতাশ এই অভিনেত্রী। সম্প্রতি মহিলা সমিতিতে 'শেষের কবিতা' নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও, জনতার প্রতিবাদের মুখে তা বাতিল হয়। শাওনের প্রশ্ন, "যাঁরা সংস্কৃতির মুখপাত্র বলে নিজেদের দাবি করেন, তাঁরা এখন চুপ কেন?"
রমনার বটমূলে ছায়ানটের গান, লাল-সাদা শাড়িতে রঙিন শহর—সব যেন আজ অতীত হয়ে গেছে। শাওনের ভাষায়, "এমন দমবন্ধ করা বৈশাখ দেখিনি। ছোটবেলায় যে বৈশাখ দেখে বড় হয়েছি, আমার সন্তানরা সেটা আর দেখতে পাচ্ছে না।"
তবে হতাশার মাঝেও আশা হারাননি তিনি। বলেন, "আমি চাই, আমার সন্তানরা যেন বাঙালির সংস্কৃতিকে উপলব্ধি করে। ইতিহাস জানে, সংস্কৃতি বুঝে।"
সবশেষে হুমায়ূন আহমেদ প্রসঙ্গে এসে আবেগতাড়িত শাওন বলেন, "তিনি থাকলে নিশ্চয়ই কষ্ট পেতেন। নাটক বন্ধ, গান নিষিদ্ধ—এটা কখনওই তিনি মেনে নিতেন না।"
এসএন