সাম্প্রতিক সময়ে ভারতে পাস হওয়া ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ ও বিরোধিতা। আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ভারতের সর্বোচ্চ আদালতে একাধিক আবেদন জমা পড়েছে। এই প্রেক্ষাপটে এবার সরব হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা ও রাজনীতিক থালাপতি বিজয়।
তামিলনাড়ু ভিত্তিক রাজনৈতিক দল তামিলাগা ভেত্তেরি কাজগাম-এর প্রধান বিজয় নতুন এই ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। একই সঙ্গে তিনি আইনটি প্রত্যাহারের দাবিতে আন্দোলনেও নামছেন। বিজয় আইনটিকে গণতন্ত্রবিরোধী এবং মুসলিমবিরোধী বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকার এই আইনকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে সেগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে এই রাজ্যেই।
এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চরমে ওঠে, যেখানে বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ।
কলকাতায় জমিয়ত-ই-উলেমা হিন্দ এক বিশাল সমাবেশে ঘোষণা দিয়েছে, ওয়াকফ আইন বাতিলের দাবিতে এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু বিরোধী শাসিত রাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই বিতর্কিত আইন তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না।
প্রসঙ্গত, ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতিতে এই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়। এখন আইনটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন সাংসদ ও মানবাধিকার সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছেন।
এই আইন ঘিরে রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, আর থালাপতি বিজয়ের মত তারকার সরাসরি সম্পৃক্ততা বিতর্ককে আরও জোরালো করে তুলেছে।
এসএস/এসএন