বৈশাখ তার কাছে সবসময়ই আনন্দের। দিনটিতে সাজগোজ করতে বেশ পছন্দ করেন আর যেটা সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে পান্তা খাওয়া। নিজেকে পান্তা প্রিয় বলতেও ভুলেননি তিনি। বলছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কথা।
বৈশাখ নিয়ে শৈশবে অন্যরকম উন্মাদনা কাজ করলেও তার খানিকটা এখনো তার মধ্যে বিরাজমান বলেই জানালেন তিনি। সুনেরাহ জানালেন, এখনো পহেলা বৈশাখ তার কাছে ভীষণ প্রিয়।
কালের কণ্ঠকে অভিনেত্রী বলেন, ‘বৈশাখ নিয়ে আনন্দ তো বিরাজ করেই। সাজগোজ করা, পরিবারের সাথে বসে পান্তা খাওয়া এবং এরপর বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়া।
তিনি আরো বলেন, ‘এবারও পরিবারের সঙ্গেই বৈশাখ পালন করা হবে। বৈশাখে আমার সবচেয়ে প্রিয় পান্তা, ঝোড়া বিফ, কাঁচা মরিচ, শুটকি ভর্তা, ইলিশ ভর্তা। এগুলো খাবোই। পান্তা আমার এত বেশি প্রিয় যে মাসের ১৫/১৬ দিন আমি পান্তা খাই।
আমার কাছে ভালো লাগে। ভীষণ পান্তা প্রিয় মানুষ আমি।’
সকালে অফিস, তার পর বাসায় পরিবারকে সময় দিয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবার পরিকল্পনা রয়েছে বলে জানান অভিনেত্রী।
এসএন