আইপিএলে এবারের মৌসুমে ব্যতিক্রমভাবে খারাপ শুরু করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হার—যা দলের ইতিহাসে প্রথমবার। তবে এই বিপর্যয়েও প্লে-অফের আশা ছাড়তে নারাজ তারা। দলের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, তারা এখনও আত্মবিশ্বাস হারায়নি।
রাউন্ড রবিন ফরম্যাটে এখনও আটটি ম্যাচ হাতে রয়েছে চেন্নাইয়ের। এখান থেকেই প্লে-অফে যাওয়ার পথ খুঁজছে পাঁচবারের শিরোপাজয়ী দলটি। আশার কথা হলো, দলে ফিরেছেন সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও তার নেতৃত্বে প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে চেন্নাই, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তবে পরিসংখ্যান বলছে, এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
প্লে-অফে যাওয়ার সম্ভাব্য তিনটি হিসাব:
১. সবকটি ম্যাচে জয় (১৮ পয়েন্ট):
চেন্নাই যদি বাকি আট ম্যাচেই জিতে, তাহলে ১৮ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করতে পারবে। তবে এই অর্জনের জন্য ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে নতুন রেকর্ড গড়তে হবে, কারণ আগে কখনও টানা ৮ ম্যাচ জেতেনি তারা।
২. সাতটি ম্যাচে জয় (১৬ পয়েন্ট):
যদি একটি ম্যাচ হারে, আর বাকি সাতটি জেতে, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এই পয়েন্টে অনেক দলই শেষ চারে জায়গা করে নিয়েছে।
৩. ছয়টি ম্যাচে জয় (১৪ পয়েন্ট):
এই ক্ষেত্রে প্লে-অফে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তখন চেন্নাইকে অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে, এবং নেট রান রেট হবে বড় ফ্যাক্টর।
তবে চেন্নাই যদি আরও দুইয়ের বেশি ম্যাচ হারায়, তাহলে তাদের প্লে-অফে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। এখন প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে ‘ডু অর ডাই’।
এসএস/এসএন