এবার বন্দিদের বর্ষবরণ পান্তা-ইলিশে

বাংলা বর্ষবরণের আনন্দের ভাগিদার হয়েছেন কারাবন্দিরাও। পান্তা-ইলিশে সকাল শুরুর পর দিনভর তাদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন।

দুপুরে ও রাতে উন্নত খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রা, ছোট পরিসরে বৈশাখী মেলাসহ বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের আপ্যায়নসহ নানান আয়োজনে বর্ষবরণ করছে দেশের কারাগারগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নববর্ষের প্রধান আয়োজন করা হয়। এর বাইরেও কাশিমপুর ও কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে নিজস্ব ব্যবস্থাপনায় আজ বিশেষ আয়োজন হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল রবিবার (১৩ এপ্রিল) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, নববর্ষ উদযাপন করতে কারাগারে দিনব্যাপী বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নববর্ষের দিন বন্দিদের জন্য সকালে থাকছে পান্তা-ইলিশ।

দুপুরে উন্নতমানের খাবার ও রাতে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেলে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

জান্নাত-উল ফরহাদ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজন বড় পরিসরে থাকছে। কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার নিজ দায়িত্বে শোভাযাত্রার আয়োজন করেছে।

এ ছাড়া দেশের অন্য কারাগারগুলো জাতীয় শোভাযাত্রায় অংশ নেবে। এ ছাড়া দেশের সব কারাগারে পান্তা-ইলিশের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পয়লা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ।

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাঁচ হাজার বন্দির জন্য আয়োজন করা হয়েছে পান্তা-ইলিশের। এজন্য ২৫০ কেজি ইলিশ মাছের ব্যবস্থা করা হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশনায় নববর্ষের প্রথম দিন সোমবার (১৪ এপ্রিল) সকালে বন্দিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এ আয়োজন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।

কারাগার সূত্রে জানা গেছে, শুধু সকালের খাবার নয়, দুপুরে বন্দিদের পরিবেশন করা হবে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি ও মিষ্টি। পহেলা বৈশাখ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, যাতে অংশ নিচ্ছেন কারাবন্দি শিল্পীরা এবং বাইরের সংগীতশিল্পীরাও।

অন্যদিকে, ঠাকুরগাঁও জেলা কারাগারে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ছিল এক ভিন্ন চিত্র। জেলার শাহরিয়ার আলম চৌধুরীর উদ্যোগে বন্দিদের জন্য পান্তা-ইলিশের বিশেষ আপ্যায়নের পাশাপাশি কারাগার চত্বরে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেডিক্যাল ক্যাম্পসহ নানা কর্মসূচি। শুধু বন্দিরাই নন, নববর্ষের এই আনন্দে শামিল হয়েছিলেন কারাগারে তাদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয়-স্বজনরাও। সকাল থেকেই কারাগারের পরিবেশ ছিল উৎসবমুখর।

বন্দিদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ। একই সঙ্গে কারাগারে আসা স্বজনদেরও পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। এই প্রসঙ্গে জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, ‘নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আমরা চেয়েছি, বন্দিরা এবং তাদের পরিবারের সদস্যরা, যারা এই বিশেষ দিনে এখানে এসেছেন—তারাও এই আনন্দের অংশীদার হোন।

এফপি

Share this news on:

সর্বশেষ

img
রুনা ম্যামকে যখনই দেখি ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় : নাবিলা Dec 13, 2025
img
ওসমান হাদিকে গুলির ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির Dec 13, 2025
img
স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু Dec 13, 2025
img
জুবিন নটিয়ালের কনসার্টে বিশৃঙ্খলা, আহত সাংবাদিকসহ একাধিক Dec 13, 2025
img
ওসমান হাদিকে গুলি: অভিযুক্তদের ধরতে সীমান্তে কড়া নজরদারি-তল্লাশি বিজিবির Dec 13, 2025
img
ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনার ঘোষণা ডিএমপির Dec 13, 2025
img
এবার রাজশাহীতে এনসিপি নেতার ওপর হামলা Dec 13, 2025
img

অ্যাটর্নি জেনারেল

‘ওসমান হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে’ Dec 13, 2025
img
হাদির ওপর হামলা মানে জুলাইয়ের ওপর হামলা : পুতুল Dec 13, 2025
img
৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ দিয়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী Dec 13, 2025
img
যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে: তারেক রহমান Dec 13, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫৭২ Dec 13, 2025
img
বারবার অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো, বের হইয়ো না: সাদ্দাম Dec 13, 2025
img
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের Dec 13, 2025
img
মাথায় গুলি লাগার পরও যেভাবে বেঁচে ফিরেছিলেন মালালা Dec 13, 2025
img
খুলনায় ১৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ Dec 13, 2025
img
শান্তি বেশি দূরে নয়, পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান Dec 13, 2025
img
'ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে' Dec 13, 2025
img
রেসলিং থেকে জন সিনার বিদায় আজ, প্রতিপক্ষ কে? Dec 13, 2025
img
জাতীয় পার্টির ফাঁদে পা দেওয়া যাবে না: জাহিদুর রহমান Dec 13, 2025