হামজার লিগের দলের মালিকানা কিনলেন মদরিচ

মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে লুকা মদরিচের। এরপর নতুন ক্লাবে যোগ দেবেন নাকি বুট জোড়াই তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত নয়। বুট জোড়া তুলে রাখার বলার কারণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের তো আর বয়স কম হলো না।তার থেকে ছোটরাও যখন অবসর নিয়ে দর্শকসারির শ্রী বৃদ্ধি করছেন তখন ৩৯ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মদরিচ।

তরুণ মিডফিল্ডারদের সঙ্গে লড়াই চালিয়া যাওয়া ‘বুড়ো’ মদরিচ এখনো রিয়ালের মাঝমাঠের অন্যতম ভরসা। তবে মৌসুম শেষে যাই হোক না কেন ফুটবলের মায়া এখনই ছাড়ছেন না। অবসরের পর কোচিং পেশায় যোগ দিলে খেলাটির সঙ্গে থাকবেন সেটা না বললেও আর চলে। তবে কোচিং পেশায় না এলেও ফুটবলের সঙ্গেই যে থাকছেন তা নিশ্চিত।

এতটা নিশ্চয়তার কারণ ক্লাবের মালিক হয়েছেন মদরিচ। চ্যাম্পিয়নশিপের দল সোয়ানসির মালিকানা কিনেছেন তিনি। তবে মালিকানার কত অংশ কিনেছেন তা এখনো জানা যায়নি। তিনি ছাড়াও বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ লিগের ক্লাবটির মালিকানায় আছেন অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন।

এ মৌসুমে সোয়ানসির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ৪২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্টে চ্যাম্পিয়নশিপে দ্বাদশতম স্থানে আছে। মার্চে প্রধান কোচ লুক উইলিয়ামস বরখাস্ত হওয়ার পর নতুন কোচও নিয়োগ দেয়নি তারা। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যালেন শিহান। গত নভেম্বরে ক্লাবের মালিকানা পরিবর্তন হওয়ার ধাক্কাটা যেন সামলে উঠতে পারেনি চ্যাম্পিয়নশিপের দলটি।

এই লিগেই খেলেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার। প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার। সমান ৪২ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে বর্তমানে চ্যাম্পিয়নশিপের তালিকায় তিনে আছেন হামজারা। 


এমআর/টিএ


Share this news on: