সালমান খানের বিষয়ে হুমকি ফোন যেন জলভাত হয়ে যাচ্ছে। নিত্য দিন অভিনেতার জীবনহানি শঙ্কা যেন। এ বার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানে ক্ষান্ত হননি হুমকিদাতা। অভিনেতার আবাসনে হামলা চালাবেন— এমন বার্তাই দেন সোমবার মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের দফতরে। এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই ব্যক্তিকে আটক করল তারা।
সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাতের বডোদরা থেকে বছর ২৬-এর এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাঁকে আটক করে পুলিশ। নাম মায়াঙ্ক পান্ড্যয়া। হোয়াটস্অ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এ ছাড়াও ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকন্দার’-এর। নেপথ্যে তাঁরই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই সলমনের শত্রু হয়ে উঠতে পারেন। তাঁরাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তাঁর। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?