রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসরে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেক ম্যাচ থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে লাহোর কালান্দার্সের হয়ে নজর কেড়েছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নেওয়ার পর, করাচি কিংসের বিপক্ষে আরও উজ্জ্বল রিশাদ। এবার মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুই ম্যাচ মিলিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬—যা তাকে এনে দিয়েছে ‘ফজল মাহমুদ ক্যাপ’, পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া সম্মাননা।

রিশাদের বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা থেকে শুরু করে সতীর্থরাও। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস তো রীতিমতো রশিদ খানের সঙ্গে তুলনা টানলেন।

বিলিংস বলেন,

“রিশাদের কথা না বললেই নয়। যেভাবে সে বোলিং করছে, অবিশ্বাস্য। আমি প্রথমবার ওর সঙ্গে খেলছি এবং সরাসরি দেখছি। রিস্ট স্পিনাররা এই সংস্করণে খুব গুরুত্বপূর্ণ। আগেও রশিদ খান আমাদের পেস আক্রমণকে মাঝের ওভারগুলোতে দারুণভাবে সাপোর্ট দিতেন। এবার সেই জায়গা পূরণ করছে রিশাদ।”

রিশাদের সেই ‘স্পিনিং ম্যাজিক’-এর ছবি লাহোর কালান্দার্স শেয়ার করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। ক্যাপ মাথায় রিশাদের আঙুল দেখানো একটি ছবি দিয়ে তারা লিখেছে,

“স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারির ফজল মাহমুদ ক্যাপ রিশাদ হোসেনের।”

পিএসএলের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে এমন উজ্জ্বল সূচনা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য আশার আলো।


এসএস/এসএন

Share this news on: