টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক

দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ কথা জানান।

আক্তার হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ও শেখ রেহেনা আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারবেন।

অভিযোগ রয়েছে যে, ব্রিটেনের এমপি থাকাকালে টিউলিপ সিদ্দিক গুলশানে ইস্টার্ন হাউজিংকে একটি প্লট অনুমোদন দেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এছাড়াও, ২০২২ সালে পূর্বাচলে শেখ রেহানা ও তার ভাই-বোনের নামে ১০ কাঠা করে রাজউকের প্লট বরাদ্দ পাওয়ার জন্য তিনি প্রভাব খাটিয়েছিলেন।

সম্প্রতি, এই ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য দিন নির্ধারিত হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, "যদি টিউলিপ সিদ্দিক নির্ধারিত তারিখে আদালতে হাজির না হন, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন এবং ১৯৫৮ সালের ক্রিমিনাল আইন অনুযায়ী সুনির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হবে।"



এসএস/এসএন

Share this news on: