বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো গেলে এ বছরের ডিসেম্বরের আগে সংসদ নির্বাচন সম্ভব। তিনি এই মন্তব্য করেছেন আজ বুধবার ঢাকায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
আমীর খসরু বলেন, "সংস্কারের যেটুকু ঐকমত্য হবে, সেটা আগামী এক মাসের মধ্যে করা সম্ভব। সে অনুযায়ী, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব।"
তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ট্যারিফ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, "নির্বাচন বিষয়ে সবাই জানতে চায়, আমরা কী ভাবছি। আমরা বলেছি, দেশের ভিতরে ও বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত হয়ে আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
বিএনপির এই নেতা আরও বলেন, "একটা নির্বাচিত সরকার আসার পরে এসব সিদ্ধান্তগুলো সহজে নেওয়া যাবে এবং জনগণের সমর্থনে যেই সরকার থাকবে, তাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যে সংস্কারের কথা বলছি, ঐকমত্য যেখানে হবে, সেটা আগামী এক মাসের মধ্যে শেষ হবে এবং তারপর নির্বাচন। নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের পজিশন স্পষ্ট, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই।"
এসএস/এসএন