এই বর্ষার মৌসুমে কাদা আমাদের জীবনের এক বিরক্তিকর সঙ্গী। অসাবধানতাবশত জামায় কাদা লেগে যেতেই পারে। অনেকেই ভাবেন, কাদা লেগে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেই হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, ভুলভাবে কাদা ধুলে দাগ আরো গাঢ় হয়ে যেতে পারে, এমনকি কাপড় নষ্টও হয়ে যেতে পারে।
চলুন তবে জেনে নিই কিভাবে সহজেই এই সমস্যার সমাধান করা যায়।
কাদা শুকাতে দিন
অবাক লাগলেও, ভেজা কাদা সঙ্গে সঙ্গে ধোয়ার চেষ্টা করলে তা কাপড়ে ছড়িয়ে পড়ে। বরং কাদা শুকিয়ে গেলে সহজে তা ঝেড়ে ফেলা যায়। কাদা শুকিয়ে গেলে একটি ছুরি দিয়ে আস্তে করে ঘষে কাদা তুলে ফেলুন। এতে কাদা কাপড়ের ভেতরে ঢুকবে না।
দাগের ওপর স্টেইন রিমুভার লাগান-
কাদা ঝেড়ে ফেলার পর দাগ যেখানে রয়ে গেছে, সেখানে স্টেইন রিমুভার ব্যবহার করুন।
এনজাইমযুক্ত স্টেইন রিমুভার কাদার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান ভেঙে ফেলতে সাহায্য করে।
ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন-
স্টেইন রিমুভার কিছু সময় লাগিয়ে রাখার পর কাপড়টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন।
উষ্ণ বা গরম পানি একেবারে নয়, কারণ তা দাগ স্থায়ী করে ফেলতে পারে। ১ ঘণ্টা পর্যন্ত কাপড় ভিজিয়ে রাখতে পারেন। চাইলে বেশি সময় রাখলেও সমস্যা নেই।
ধুয়ে ফেলুন ও শুকিয়ে নিন-
এখন কাপড়টি ধুয়ে ফেলুন। সাদা কাপড় হলে ব্লিচ ব্যবহার করতে পারেন।
মনে রাখবেন, দাগ পুরো না উঠলে শুকাতে দেবেন না। শুকানোর আগে নিশ্চিত হোন দাগ উঠে গেছে। দাগ থেকে না উঠলে আবার আগের ধাপগুলো একবার করুন। যেহেতু কাদা তেলের মতো নয়, তাই ধীরে ধীরে পরিষ্কার করা যায়।
আরআর/এসএন