মাঠে অসুস্থ আম্পায়ার, পরে হাসপাতালে মৃত্যু

ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্টের মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে এক আম্পায়ারের। মুম্বাইয়ে কেআরপি একাদশ সিসি বনাম ক্রিসেন্ট সিসি’র মধ্যকার ম্যাচের ১১তম ওভারে অসুস্থ হন অন-ফিল্ড আম্পায়ার প্রসাদ মালগাওকার (৬০)। পরে বোম্বে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’র বরাতে এই তথ্য জানিয়েছে নিউজ১৮। প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী এই আম্পায়ার ১১তম ওভারে স্কয়ার লেগে দাঁড়ানো ছিলেন। ওভারের দুটি ডেলিভারি হওয়ার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ম্যাচের আগে তার এসিডিটি হয়েছিল বলে জানান আরেক আম্পায়ার পার্থমেশ অঙ্গন। তিনি মিড-ডেকে বলেন, ‘তিনি (মালগাওকার) সুস্থ বোধ করছিলেন না, টস দেওয়ার আগে এসিডিটি হওয়ার কথা জানিয়েছিলেন। তখন আমি বলি– ‘‘যদি আপনি সুস্থ বোধ না করেন, দয়া করে বিশ্রাম নিন’’। তখন তিনি ঠিক আছে বলে জানান।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে প্রথম ১০ ওভার পর্যন্ত তিনি ঠিকঠাকই ছিলেন, কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে যান এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান আমাদের এমসিএ (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন) সমন্বয়ক দত্ত মিথবাভকর।’

হাসপাতালে নেওয়ার আগেই আম্পায়ার মালগাওকার মারা যান ধারনা এমসিএ সমন্বয়ক দত্ত মিথবাভকরের, ‘আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব বোম্বে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ইব্রাহিম স্যার ও খেলোয়াড়দের সহায়তায় তাকে সুন্দর সিসি মাঠ থেকে পাশের ন্যাশনাল সিসি পর্যন্ত চৌকি দিয়ে নিয়ে যাই, সেখান থেকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাই। আমার ধারণা, তিনি পথেই মারা গেছেন।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মালগাওকারের পরিবারের চাওয়ামতে ময়নাতদন্ত করা হয়নি তার। পারিবারিক চিকিৎসকের কাছ থেকেই তারা মৃত্যু-সনদ নিয়ে যান।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025
img
পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও Apr 19, 2025
img
ডেমি মুর আগে থেকেই জানতেন, অস্কার উঠবে মাইকির হাতে! Apr 19, 2025
img
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Apr 19, 2025
img
হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি Apr 19, 2025
img
শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫টি দোকান Apr 19, 2025
img
‘পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর’ লিখে পোশাক কর্মীর আত্মহত্যা Apr 19, 2025
img
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু গ্রেফতার Apr 19, 2025
img
জমজমাট ঈদের ছবি, কতটা খুশি প্রযোজকরা? Apr 19, 2025