ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, জনগণের হক নষ্ট করেছেন, ব্যাংকে গচ্ছিত টাকা লুট করে ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের জন্য কঠিন বিচার অপেক্ষা করছে।
একজন সত্যিকারের মুসলমানের প্রথম পরিচয় হওয়া উচিত আল্লাহর খাঁটি বান্দা হিসেবে, নেতৃত্ব বা পদ-পদবি নয়।
শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলার স্টেশন জামে মসজিদে জুমার নামাজের পূর্বে দেওয়া বয়ানে তিনি এসব কথা বলেন। সমাজের নৈতিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতি ও দেশের প্রতি উদাসীনতা থেকে ফিরে আসার জোর আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আপনি বহুতল ভবন নির্মাণ করেছেন, কিন্তু এখনও হয়তো আপনার কাছে কারো পাওনা বকেয়া রয়েছে। বিল্ডিং বিক্রি করে হলেও সেই হক আদায় করে দেন। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আজই তওবা করুন, অন্যায় ছেড়ে হকের পথে ফিরে আসুন।
আরএ/টিএ