কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন।
আটক ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার জুয়েল মণ্ডল (২৫), রাকিবুল মণ্ডল (৩৫) ও বাপন মণ্ডল (৩২)। বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ডিগ্রীরচর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় বাংলাদেশি দুই সহযোগী—নিজাম মণ্ডল (৪৫) ও শরীফুল মণ্ডল (২৫)—পালিয়ে যান।
এছাড়া হাটপাড়া এলাকায় একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকায় ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।