চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলায় নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু তলিয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে নবাব হোটেলের পাশের খোলা নালায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় শিশুটির মা ব্যাটারিচালিত একটি রিকশায় ছিলেন। রিকশাটি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ নালায় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা ও রিকশাচালককে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুটিকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বৃষ্টির কারণে নালায় পানির স্রোত বেশি ছিল। ধারণা করা হচ্ছে, সেই স্রোতেই তলিয়ে গেছে শিশুটি। শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এসএস
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামে খোলা নালায় পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ২৮ আগস্ট আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় দেড় বছর বয়সী ইয়াসিন আরাফাত খোলা নালায় পড়ে নিখোঁজ হয় এবং ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।