মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী হত্যা মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত তাহিদ মোল্যা (৪৫) যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং মামলার ১৩ নম্বর আসামি। তিনি মাগুরা পৌরসভার পারলা এলাকার প্রয়াত বাদল মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার এলাকা থেকে তাহিদ মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তাহিদ মোল্যা শুধু রাব্বী হত্যা মামলার আসামিই নন, একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে করা আরেকটি মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক জানান, রাব্বী হত্যাকাণ্ডের পর তাহিদ মোল্যা আত্মগোপনে চলে যান এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ আগস্ট মাগুরার ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার সময় গুলিতে আহত হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী। পরে তিনি মারা যান। এরপর ১৩ আগস্ট নিহতের ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

এর আগে, জানুয়ারি মাসে মামলার ১১ নম্বর আসামি ছাত্রলীগ নেতা রাকিব শিকদার এবং মার্চে ৯ নম্বর আসামি যুবলীগ কর্মী হেদায়েত কোরাইশকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন' Apr 20, 2025
img
ভারত স্থগিত করল বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প Apr 20, 2025
img
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ Apr 20, 2025
img
ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়: পরিকল্পনা উপদেষ্টা Apr 20, 2025
img
নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ Apr 20, 2025
img
যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে আঙুল চুষবে? : জি এম কাদের Apr 20, 2025
img
স্বস্তির বাতাস বইছে রিজার্ভে Apr 20, 2025
img
'জয় বাংলা’ স্লোগান দিয়ে গণধোলাইয়ের শিকার যুবক Apr 20, 2025
img
গাজায় আরও ৩০ হাজার তরুণকে যোদ্ধা হিসেবে নিয়োগ Apr 20, 2025
img
ছোট ছেলে আব্রামের পেছনে মাসে কত খরচ শাহরুখের Apr 20, 2025