কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছাড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ছেলের মারমারি হয়। এ মারামারি ঠেকাতে গিয়ে আক্কাস আলী শেখ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লায় এ ঘটনা ঘটে।
পুলিশ, মৃতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লার বাসিন্দা আক্কাস আলী শেখ (৬৩)। তাঁর বসত বাড়ির পাশে কোয়েল পাখির ফার্ম করেছেন একই মহল্লার গিয়াস উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৬৩) ও লিটন শেখ (৩৮)। এ নিয়ে বৃদ্ধ আক্কাস শেখের পরিবারের সঙ্গে ফরিদ ও লিটনের পূর্ববিরোধ চলছিল। তারা একে অপরের প্রতিবেশী।
ঘটনার দিন শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে কোয়েল পাখির ওই ফার্ম থেকে ছড়ানো দুর্গন্ধকে কেন্দ্র করে বৃদ্ধ আক্কাস আলীর ছেলে শাহীন শেখের সঙ্গে ফরিদ ও লিটনের প্রথমে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারি শুরু হয়। এদিকে ছেলে শাহীনকে বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসে মারামারি ঠেকানোর চেষ্টা করছিলেন বৃদ্ধ আক্কাস।তখন প্রতিপক্ষের ধাক্কায় হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আক্কাস আলী শেখকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আক্কাসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আক্কাস আলী শেখের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, 'এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে বৃদ্ধ আক্কাস আলী শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
এমআর/এসএন