উর্বশীর নামে মন্দির বিতর্কে তোলপাড়, মুখ খুলল অভিনেত্রীর টিম

মন্দির বিতর্কে চাপে অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁর মন্তব্যের সমালোচনায় রে রে করে উঠেছেন পুরোহিতরা। ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তাঁরা। তবে চাপের মুখে এবার নতিস্বীকার। মুখ খুলল অভিনেত্রীর টিম।

এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “উর্বশী রাউতেলা বলেছিলেন উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। বর্তমানে কেউ আর ঠিকমতো কথা শোনেন না। তাঁরা শুধুমাত্র ‘উর্বশী’ এবং ‘মন্দির’ শব্দ দুটি শুনেছেন। আর তা দেখেই ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। দয়া করে নিজের মতামত দেওয়ার আগে ভিডিওটি ভালো করে দেখুন।”

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু পুরনো খবরের দিকে নজর রাখলেই দেখা যাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘দামদামি মাই’ নামে পরিচিত ছিলেন। যে বা যাঁরা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করার আগে কিংবা কুমন্তব্য করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন। সমাজের সকলের সম্মান প্রাপ্য।”

বলে রাখা ভালো, সম্প্রতি উর্বশী দাবি করেন, উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দিরের কাছেই রয়েছে ‘উর্বশী মন্দির।’ কেউ বদ্রীনাথে গেলে পাশে থাকা উর্বশী মন্দিরে যাওয়ার আর্জি জানান। তিনি আরও বলেন, “মন্দির থাকলে মানুষ তো আসবেন আশীর্বাদ নিতে।” প্রসঙ্গত, হিন্দু পুরাণে দেবী উর্বশীর উল্লেখ রয়েছে। উত্তরাখণ্ড বামনি গ্রামে উর্বশী মন্দির রয়েছে। সেখানে অগণিত ভক্ত ভিড় জমান। সেই দেবী নিয়ে রসিকতায় বিরক্ত হন ভক্তরা। রেগে লাল পুরোহিতরাও। অভিনেত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তামিমরা মিরপুরে, শিগগিরই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক Apr 25, 2025
img
স্বরা ভাস্করের নতুন মন্তব্যে তোলপাড়, বিজেপির নিশানায় অভিনেত্রী Apr 25, 2025
img
ময়ূখকে ‘গাধা’ বলে ঋত্বিকের ফেসবুক পোস্ট Apr 25, 2025
img
প্রেম করছেন সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি,জানালেন জয়া Apr 25, 2025
img
মুসলিম হয়ে হিন্দু ভাইবোনেদের কাছে ক্ষমা চাইছি: হিনা Apr 25, 2025
img
আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে নারাজ ভারত! Apr 25, 2025
কাশ্মির ইস্যুতে ভারত-পা''কি'স্তা''নের পাল্টাপাল্টি পদক্ষেপ Apr 25, 2025
img
যে কারণে সৌদি আরবে অবৈধ হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা Apr 25, 2025
img
জ্বলে উঠতে পারলেন না মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি Apr 25, 2025
img
কাশ্মীর হামলার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ Apr 25, 2025