স্বরা ভাস্করের নতুন মন্তব্যে তোলপাড়, বিজেপির নিশানায় অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। দীর্ঘ এক বছর ধরে চলচ্চিত্র জগত থেকে খানিকটা দূরে থাকলেও তিনি বারবার উঠে এসেছেন সংবাদ শিরোনামে, বিশেষত রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে। ভারতের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় বরাবরই সোচ্চার স্বরা, যা নিয়ে দেশটির রাজনীতিতে নানান বিতর্ক তৈরি হয়।

সম্প্রতি কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে দেওয়া তার এক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ, সেখানে হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি, অস্ত্রের মুখে দাঁড় করিয়ে কিছু মানুষকে ‘কলমা’ পাঠ করতেও বাধ্য করা হয়। বিষয়টি নিয়ে ভারতের সামাজিক মাধ্যমে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজেপির এক সাংসদ নিশিকান্ত দুবে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, "আজকাল কলমা শিখে নিচ্ছি, জানি না কখন দরকার পড়ে যায়!" তার জবাবে স্বরা ভাস্করের মন্তব্য, "কংগ্রেস সরকারের আমলে তো কলমা শেখার দরকার হয়নি। কিন্তু ২০১৪ সালে ‘আসল আজাদি’র পর দেখুন কী পরিস্থিতি!"

এই বক্তব্যকে ঘিরেই আবারো ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির নেতারা। সাংসদ নিশিকান্ত দুবে কটাক্ষ করে বলেছেন, “ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়া মানুষেরাও আজকাল জ্ঞান কপচাচ্ছে!”

উল্লেখ্য, ২০২৩ সালে স্বরা ভাস্কর স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তার দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি হিজাব পরায় এবং একাধিকবার মৌলানাদের সঙ্গে দেখা করায় এর আগেও তাকে নিশানায় এনেছেন কট্টরপন্থীরা। বর্তমানে স্বরা ও ফাহাদের একটি কন্যাসন্তান রয়েছে।

ভারতীয় রাজনৈতিক অঙ্গনে স্বরার এমন মন্তব্য অনেক সময় সাহসিকতার উদাহরণ হিসেবে দেখানো হলেও, সমালোচকরাও কম নন। বিশেষত ধর্ম ও রাজনীতির মিশ্র ইস্যুতে মুখ খোলার কারণে বারবার সমালোচনার মুখে পড়ছেন তিনি।

এই ঘটনার পর ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম নিয়েছে।

এসএম/টিএ

Share this news on: