আওয়ামী লীগের মিছিল ও সক্রিয়তা বাড়ছে, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ

দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর পর ক্ষমতাচ্যুত দলটি, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা বেড়েছে। তাদের মধ্যে কিছু সদস্য গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা শুরুর দিকে কম থাকলেও এখন তা বাড়ছে।

এই সক্রিয়তা ও মিছিলের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের মধ্যে যদি কোনো ধরনের সমর্থন না থাকত, তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় মাঠে নামার সম্ভাবনা ছিল না।

এদিকে, কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য সমর্থন প্রদান করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফলস্বরূপ আগামী জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে এবং তাদের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত হয়ে উঠতে পারে।’ তিনি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়েছেন।

বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতের সহায়তায় আওয়ামী লীগ পুনরায় রাজপথে সক্রিয় হতে সক্ষম হয়েছে এবং দেশি-বিদেশি শক্তি তাদেরকে উৎসাহ প্রদান করছে। তারা এই মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

এদিকে, গত এক সপ্তাহে রাজধানীতে আওয়ামী লীগের অন্তত চারটি ঝটিকা মিছিল হয়েছে। সর্বশেষ শুক্রবার উত্তরায় মিছিল হয়েছে। তবে, সরকারও দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, তবে যারা ক্ষমতার অপব্যবহার করে অপরাধ করেছে, তাদের বিচার করা উচিত।’ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘ফ্যাসিজম যেন বাংলাদেশে আর না দাঁড়াতে পারে, এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি।’


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এশিয়ান আরচ্যারিতে সোনা হারাল বাংলাদেশ Nov 13, 2025
img
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের হামলা Nov 13, 2025
img

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’

সচিবালয়ে চলছে স্বাভাবিক কাজ Nov 13, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের আনাগোনা কম Nov 13, 2025
img
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন Nov 13, 2025
img
চট্টগ্রামে মোড়ে মোড়ে অবস্থান বিএনপি-জামায়াতের Nov 13, 2025
img
মিরপুরে ২টি ককটেলসহ ১ যুবক গ্রেপ্তার Nov 13, 2025
img
হানি সিংয়ের গানে মালাইকার পারফরম্যান্স ঘিরে তীব্র বিতর্ক Nov 13, 2025
img
ভারতে মূল্যস্ফীতি শূন্যের দ্বারপ্রান্তে, বাংলাদেশে ৮ শতাংশের ঘরে Nov 13, 2025
img
যন্ত্রণা উপভোগ করো, নইলে ভগবান আরও দেবে : শেহনাজ গিল Nov 13, 2025
img
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করে পুরস্কৃত তৌসিফ Nov 13, 2025
img
‘মন্দাকিনী’ চরিত্রে এক সাহসী রূপে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন Nov 13, 2025
img
নির্বাচন কমিশনে সকলের আস্থা নেই, পুনরুদ্ধারের চেষ্টা করছি: ইসি আনোয়ারুল Nov 13, 2025
img
চট্টগ্রামে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম Nov 13, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের Nov 13, 2025
img
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান Nov 13, 2025
img
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি Nov 13, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Nov 13, 2025
img
সুদূর আমেরিকা থেকে সোহেল তাজের কঠোর বার্তা Nov 13, 2025
img
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক Nov 13, 2025