অল্প সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব আসবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, রাজনৈতিক সংকটের সমাধান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ বের হয়ে আসবে শিগগিরই।

বিএনপি মহাসচিব বলেন, 'আজ এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্র-পত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছুতে দেখছি কেমন একটা অস্থিরতা চলছে।'

'কতগুলো নির্ধারিত বিষয়কে অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত হয়ে পড়েছে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি, সব রাজনৈতিক দল-গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।'

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, 'তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি।'

'আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সত্যিকার অর্থেই সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব পাব একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়নি। আমাদের কিন্তু সেই গণতান্ত্রিক উত্তরণ এখনো হয়নি।'

তিনি আরও বলেন, 'আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সেজন্য আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, দলকে আরও সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।'

দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে এই আলোচনা সভা হয়। গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান মারা যান। প্রয়াত নেতা নোমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অনুসরণীয় পথে শ্রমিকদলের নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, 'আমরা ইচ্ছা হচ্ছিল নজরুল ইসলাম খান ভাইকে জিজ্ঞাসা করি এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পারছি না।'

'আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কী আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পায়, পানি পায় না, যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বেই পায় না…সেই কথাগুলো আলোচনা হয় না,' বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'আপনারা লক্ষ্য করে দেখবেন টেলিভিশন বলেন, টকশো বলেন এবং টেলিভিশনে নাটকগুলো হয়, সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত।'

'অথচ তারাই হচ্ছেন দেশের বড় অংশ। আমাকে আজকে একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো একটা বিশেষ কিছু মানুষকে মনে করে তাদেরই অবদান আছে,' যোগ করেন তিনি।

গত ১৫ বছরের আন্দোলনে কতজন শ্রমিক আত্মহুতি দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তার তালিকা শ্রমিকদলের তৈরি করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।

শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

আরএ





Share this news on:

সর্বশেষ

img
অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার Sep 20, 2025
বাদশা আবরাহার শেষ পরিণতি | ইসলামিক জ্ঞান Sep 20, 2025
রাগ নিয়ন্ত্রণের উপায় | ইসলামিক টিপস Sep 20, 2025
যে কাজ করলে সবকিছু সহজ হয়ে যায় Sep 20, 2025
এবার কঙ্গনাকে ‘খারাপ রাজনীতিবিদ’ বললেন স্বরার স্বামী ফাহাদ! Sep 20, 2025
'হিজাব পরিহিতা নারী অনেক পাওয়ারফুল, ডাকসুতে সেটা প্রমাণিত' Sep 20, 2025
বাংলাদেশ ভ্রমণে কানাডার কঠোর সতর্কবার্তা Sep 20, 2025
বাগদান সম্পন্ন করলেন হান্নান মাসউদ Sep 20, 2025
img
সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগ্নিকাণ্ড Sep 20, 2025
img
ভাঙল মনিকা বেলুচ্চির প্রেম Sep 20, 2025
img
উদ্বোধনীসহ বিশ্বকাপের ৯টি ম্যাচে থাকছেন জেসি Sep 20, 2025
img
কলকাতায় বসেও বরিশালের ইলিশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে আ.লীগ নেতা Sep 20, 2025
img
নির্বাচনী দায়িত্ব পালনে প্রশিক্ষণ শুরু করল চট্টগ্রাম নগর পুলিশ Sep 20, 2025
img
বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি : মির্জা ফখরুল Sep 20, 2025
img
সমীকরণ মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ! Sep 20, 2025
img
সুপার ফোরের দলগুলোর সাথে আমরা আগেও জিতেছি: বাশার Sep 20, 2025
img
কপিল শর্মা শো ও নেটফ্লিক্সকে ২৫ কোটি ক্ষতিপূরণ দাবি Sep 20, 2025
img
আ.লীগ ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে : মঈন খান Sep 20, 2025
img
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো আমিরাত! Sep 20, 2025
img
ডাকসুর ভোটের দিন সকালে আমাকে ভিলেন বানালো: আবিদ Sep 20, 2025