টেলিভিশনের পর্দায় কখনও মা, কখনও পিসিমার চরিত্রে দেখা যায় অভিনেত্রী অনুশ্রী দাসকে। বর্তমানে তিনি জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ভৈরবী চরিত্রে অভিনয় করছেন। তবে পর্দার বাইরের বাস্তব জীবনে যেন নতুন অধ্যায়ের শুরু!
সম্প্রতি এক পুরুষের কাঁধে মাথা রাখা এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ঘিরে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন। ভালবাসায় ভাসা সেই ভঙ্গিতে প্রেমের ইঙ্গিতই যেন স্পষ্ট। যদিও এ বিষয়ে অনুশ্রী কোনো মন্তব্য করতে চাননি, তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে—ছবির সেই ব্যক্তি প্রদীপ্ত রায়, যিনি পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী ও গ্রাফিক ডিজাইনার।
অনুশ্রী ও প্রদীপ্তর পরিচয় বহুদিনের। বন্ধুত্ব এখন রূপ নিচ্ছে গভীর সম্পর্কে। গুঞ্জন, খুব শিগগিরই হয়তো চার হাত এক হতে পারে।
উল্লেখ্য, অনুশ্রী দাস এর আগে অভিনেতা ভরত কলকে বিয়ে করেছিলেন। তাঁদের সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। এরপর ভরত নতুন জীবনে পা রাখলেও অনুশ্রী ছিলেন একাকী। তবে এবার তাঁর জীবনেও যেন এসেছে ভালোবাসার নতুন সকাল।
আরএ