জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
মোজো ডেস্ক 10:16AM, Apr 21, 2025
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করলে থানাঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
ইশরাক লেখেন, “নৃশংস এ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।” একই সঙ্গে তিনি বলেন, “যদি প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করা হবে।”
প্রসঙ্গত, গত শনিবার (২০ এপ্রিল) বিকেলে বনানীর ক্যাম্পাসে ইংরেজি ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ। ছাত্রদল দাবি করেছে, নিহত পারভেজ তাদের সক্রিয় কর্মী ছিলেন।
এ ঘটনায় এরইমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।