রাজনীতিতে আগ্রহ নেই, আসবও না : সৌরভ গাঙ্গুলী

সম্প্রতি মুক্তি পাওয়া নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর একটি প্রচারমূলক প্রোমোতে নজর কাড়লেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। পুলিশের পোশাক পরে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দেন ভারতের সাবেক এই অধিনায়ক।

তবে এটিই শেষ নয়—সৌরভকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিকও। নিজের জীবনের নানা দিক নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি।

সেখানে উঠে আসে ক্রিকেটজীবন, রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা, অভিনয়ে অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনার মতো বিষয়গুলো।

সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট কোহলির মতো আপনার স্ত্রী যদি নায়িকা হতেন এবং তিনি অভিনয় চালিয়ে যেতেন, তা হলে কি বেশি চ্যালেঞ্জিং হত? জবাবে সৌরভ বলেন, ‘নায়িকা বউ মানেই বিচ্ছেদ, আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হলে বিচ্ছেদ হবে না—এ কথা কে বলেছে? তা হলে তো ঘরে-ঘরে এত বিচ্ছেদ হতো না! রোজ কত বিয়ে ভাঙে। প্রত্যেকের স্ত্রী-ই কি নায়িকা? এটা স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া। সেটা সঠিক থাকলেই সব ঠিক।

তা ছাড়া, তারকাদের বিচ্ছেদ নিয়ে কত ভুয়া খবর রটে জানেন?’

বীরেন্দ্র শেবাগের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘যেমন, বীরেন্দ্র শেবাগ। স্বামী-স্ত্রীতে দিব্যি আছেন। কোনো বিচ্ছেদ হয়নি। অকারণে ওদের বিচ্ছেদের খবর লিখে সংবাদমাধ্যম সাড়া ফেলে দিল।

সাক্ষাৎকারে সৌরভ-ডোনার ২৮ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়ে সৌরভ জানান, আমরা খুব সহজ জীবনযাপন করি। আর পাঁচ জন বাঙালি যেভাবে ঘর-সংসার করেন। মাথা ঠান্ডা রাখি। ব্যস্ততার চোটে রাগ করার ফুরসতও পাই না। অন্য দিকে, ডোনাও খুবই শান্ত।

খুব ধৈর্য ওর। ঠান্ডা মাথার মেয়ে। ভীষণ ভাল। ফলে, আমাদের সে রকম কোনোসমস্যা হয় না।

ভবিষ্যতে রাজনীতিতে আসার ব্যাপারে সৌরভ সাফ জানিয়ে দিলেন তিনি রাজনীতিতে আগ্রহী নন। ‘কোনো দিন রাজনীতি করিনি, কোনো দিন রাজনীতিতে আসবও না। বিশ্বাস করুন, রাজনীতি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন। কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করেন। একসঙ্গে বসে কথা বলতে বলতে বা কোনো অনুষ্ঠানে গেলে ছবি উঠে। সেই ছবি ছাপা হলেই আমার রাজনীতিতে যোগদান নিয়ে কাগজে ছাপা হয়। চর্চা বাড়ে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তামিমরা মিরপুরে, শিগগিরই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক Apr 25, 2025
img
স্বরা ভাস্করের নতুন মন্তব্যে তোলপাড়, বিজেপির নিশানায় অভিনেত্রী Apr 25, 2025
img
ময়ূখকে ‘গাধা’ বলে ঋত্বিকের ফেসবুক পোস্ট Apr 25, 2025
img
প্রেম করছেন সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি,জানালেন জয়া Apr 25, 2025
img
মুসলিম হয়ে হিন্দু ভাইবোনেদের কাছে ক্ষমা চাইছি: হিনা Apr 25, 2025
img
আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে নারাজ ভারত! Apr 25, 2025
কাশ্মির ইস্যুতে ভারত-পা''কি'স্তা''নের পাল্টাপাল্টি পদক্ষেপ Apr 25, 2025
img
যে কারণে সৌদি আরবে অবৈধ হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা Apr 25, 2025
img
জ্বলে উঠতে পারলেন না মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি Apr 25, 2025
img
কাশ্মীর হামলার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ Apr 25, 2025