হংকং-সম্পর্কিত বিষয়ে ‘জঘন্য আচরণের’ কারণে কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত মাসে ছয় চীনা এবং হংকং কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন যে, মার্কিন ওই পদক্ষেপের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে তারা।
গুও বলেন, হংকং-সম্পর্কিত বিষয়ে মার্কিন পক্ষের যেকোনও ভুল পদক্ষেপের বিরুদ্ধে চীনা পক্ষ দৃঢ় এবং পারস্পরিক প্রতিশোধ নেবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল অনেক দেশের ওপর ঘোষিত ব্যাপক শুল্ক ব্যবস্থা থেকে চীন ব্যতীত বাকি সবাইকে সাময়িক ছাড় দিয়েছেন। তবে চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। এর জবাবে চীনও ১২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এরপর থেকেই দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হয়ে উঠেছে।
এসএম/টিএ