জুলাইয়ের সূর্য যত উঁচুতে উঠছে, হলিউডপাড়াও ততই উত্তপ্ত হয়ে উঠছে সিনেমার খবরে। বড় পর্দা থেকে শুরু করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম—এই মাসে আসছে নানা স্বাদের, নানা ঘরানার সাতটি সিনেমা। অ্যাকশন, নস্টালজিয়া, হরর, সুপারহিরো কিংবা শিশুদের জন্য তৈরি করা ছবিগুলোর এক অনন্য মিশ্রণ যেন এই মাসের মূল আকর্ষণ।
জুলাইয়ের দ্বিতীয় দিনেই দেখা মিলেছে দু’টি বড় সিনেমার। একটি ‘হেডস অব স্টেট’, যেখানে বিশ্বরাজনীতির পটভূমিতে এক বৈশ্বিক বিপর্যয়ের মুখে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনেতাদের একত্র হওয়া—যা দর্শকদের সামনে উপস্থাপন করেছে হাস্যরস ও রোমাঞ্চে ভরা এক দুর্দান্ত গল্প। অপরদিকে, নেটফ্লিক্সে ফিরেছে অমর যোদ্ধাদের দল, ‘দ্য ওল্ড গার্ড ২’। এবার তাদের লড়াই আরও কঠিন, আরও বিপজ্জনক।
জুলাইয়ের চতুর্থ দিনে মুক্তি পাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ডাইনোসরের রাজ্যে এবার যুক্ত হচ্ছেন নতুন চরিত্র স্কারলেট জোহানসন ও মাহারশালা আলি। এক নতুন প্রজন্মের জন্য তৈরি হয়েছে এই দুর্দান্ত অ্যাডভেঞ্চার।
একইভাবে দর্শকের অপেক্ষার অবসান ঘটাবে ‘সুপারম্যান’। এক নতুন রূপে, নতুন অভিনেতা আর আবেগের মিশেলে পরিচালকের আসনে রয়েছেন জেমস গান। ১১ জুলাই সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই সুপারহিরো রূপকথা।
শিশুদের জন্য তৈরি অ্যানিমেশন সিনেমা ‘স্মার্ফস’ আসছে ১৮ জুলাই। যেখানে স্মার্ফেটের কণ্ঠে শুনতে পাওয়া যাবে বিখ্যাত সংগীতশিল্পী রিহানার কণ্ঠ। একই দিনে বড়দের জন্য থাকছে ভয় আর রক্তক্ষয়ী সাসপেন্স—‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’। ২৭ বছর আগে যে আতঙ্ক শুরু হয়েছিল, এবার ফিরছে সেই খুনি, নতুন গল্পে।
আর মাসের শেষ দিকে, ২৫ জুলাই দর্শকের সামনে আসছে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। একেবারে নতুন রূপে, এক রেট্রো-ফিউচারিস্টিক মহাবিশ্বে, মার্ভেল ছবির সবচেয়ে পুরনো পরিবার নামছে ভয়ংকর শত্রু গ্যালাকটাসের বিরুদ্ধে।
এই সাতটি ছবির মধ্যে কোনটি সবচেয়ে বেশি দর্শক টানবে তা সময়ই বলবে, তবে ইতোমধ্যে একাধিক ছবির ট্রেলার দর্শকপ্রিয়তা পেয়েছে।