দক্ষিণ ভারতের চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্ণু মাঞ্চু অভিনীত পৌরাণিক ছবি ‘কন্নাপ্পা’। বিশেষ করে এর বিশাল দৃশ্য পরিকল্পনা আর এক অনন্য চমক নিয়ে মুখরিত হয়েছে সিনেপাড়া—অক্ষয় কুমারের শিব চরিত্রে উপস্থিতি এবং তাঁর কোটি টাকার পারিশ্রমিক।
সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটি থিন্নাদু নামের এক নাস্তিকের গল্প বলছে, যিনি হয়ে ওঠেন শিবের পরম ভক্ত কন্নাপ্পা। এই গল্পের আধ্যাত্মিক ভরকেন্দ্রই হয়ে উঠেছে শিব চরিত্র।
শোনা যাচ্ছে, অক্ষয় কুমার মাত্র পাঁচ দিনের শুটিং করলেও শিব রূপে তাঁর উপস্থিতিই ছবির আধ্যাত্মিক শক্তিকে দৃঢ় করেছে। এই স্বল্প সময়ে কাজ করেই তিনি নিয়েছেন প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শিবের চরিত্রে এমন এক অভিজাত ও পবিত্র ভাবমূর্তির জন্য অক্ষয়কে নেওয়া হয়। প্রযোজকরা নাকি এই পারিশ্রমিককে বিশেষ সম্মান হিসেবেই মেনে নিয়েছেন।
অন্যদিকে ছবিতে রুদ্র রূপে থাকা প্রভাস এবং এক আদিবাসী যোদ্ধার চরিত্রে মোহনলাল এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি। তাঁদের এই নিঃস্বার্থ অবদান ছবির পেছনের গল্পে এক অন্য রকম মানবিকতা এনে দিয়েছে।
‘কন্নাপ্পা’ ছবিতে বিশাল দৃশ্য পরিকল্পনা, ভিজ্যুয়াল প্রভাব ও মহাভারতীয় আবহ থাকলেও চিত্রনাট্য ও ভিএফএক্স নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে দেব-চরিত্রে অভিনীত তারকাদের উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে।
ছবিটিতে বিশ্ণু মাঞ্চুর পাশাপাশি মোহন বাবু, শরৎকুমার, অর্পিত রাঙ্কা, ব্রহ্মানন্দম ও পার্বতী রূপে কাজল আগারওয়াল অভিনয় করেছেন।
প্রযোজকরা জানাচ্ছেন, অক্ষয় কুমার বিনা দ্বিধায় এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন। তাঁর মতো একজন বড় মাপের তারকার শিব রূপে উপস্থিতি ছবির মর্যাদা ও গাম্ভীর্য অনেকগুণে বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে প্রভাস ও মোহনলালের বিনা পারিশ্রমিকে অভিনয় করা নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আলাদা এক সম্মান ও কৃতজ্ঞতা। সিনেমার বাইরেও তাঁদের এই সহমর্মিতা ছবির প্রচারেই এক নতুন মাত্রা যোগ করেছে।
এফপি/ টিএ