রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। তার সঙ্গে থাকছেন দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী শিহাব বিন তারিক আল সাইদ এবং পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিসহ একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল।
সোমবার (২১ এপ্রিল) ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য সুলতান হাইথাম ইতোমধ্যে মস্কো রওনা হয়েছেন।
এর আগে ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) ওমানের সুলতানের সঙ্গে আলোচনা করবেন পুতিন। দুই নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, অর্থ ও বিনিয়োগ, পাশাপাশি সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কসহ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ওমান নিউজ এজেন্সি অনুসারে, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।
রাশিয়ায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত হামুদ বিন সালেম আল-তুয়াইহ জানিয়েছেন, সুলতানের সফরের সময় ওমান ও রাশিয়া ১০টি চুক্তি সই করবে। এর মধ্যে রয়েছে নিয়মিত পাসপোর্টধারীদের জন্য ভিসার শর্তাবলী পারস্পরিকভাবে মওকুফ।
এসএম/টিএ