ছয় বছর পর আবার সেই ফাইনাল: আবাহনী বনাম বসুন্ধরা কিংস

২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে বসুন্ধরা কিংসের পদার্পণ। শুরুর বছরেই ঐত্যিবাহী ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে ফেডারেশন কাপের ফাইনাল হয়েছিল। সেই ফাইনাল এখনো স্মরণীয় দুই দলের খেলোয়াড়দের তুমুল মারামরির জন্য। ছয় বছর পর আজ আবার দুই দল ফেড কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

আজ ফেডারেশন কাপের ফাইনাল ময়মনিসংহে রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে। আবাহনীর কোচ মারুফের নিজের শহর। ঘরোয়া ফুটবলে সকল শিরোপাই তিনি কোচ হিসেবে পেয়েছেন। নিজ শহরে আজ শিরোপা হাতে উঠানোর ব্যাপারে আশাবাদী দেশের অন্যতম সেরা কোচ, ‘কার্ড সমস্যার কারণে ডিফেন্ডার বাবলুকে পাচ্ছি না আমরা। তারপরেও আমি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী।’

বসুন্ধরা কিংসকে চলতি মৌসুমে দুই বার হারিয়েছে আবাহনী। এরপরও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ তার,‌ ‘বসুন্ধরা শক্তিশালী একটি দল। তাদের তো আর বলে কয়ে হারানো যায় না। তারপরেও দুই বিদেশি যোগ দেওয়াতে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। এছাড়া শেষ দুটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তাছাড়া সকল খেলোয়াড়দের যে নিবেদন দেখেছি, তা আমাকে আত্মবিশ্বাসী করেছে।’

বসুন্ধরা কিংস চলতি মৌসুমে অনেকটাই হতাশার। প্রিমিয়ার লিগে টেবিলে এক নম্বরে থাকা মোহামেডানের চেয়ে দশ পয়েন্ট পেছনে। সাত ম্যাচের মধ্যে এই ব্যবধান ঘুচানো অসম্ভবই। ফলে লিগ শিরোপা রেস থেকে ছিটকে গেছে। বসুন্ধরা কিংসের এখন একটাই লক্ষ্য ফেডারেশন কাপের ট্রফি। গত আসরে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নও তারা। বসুন্ধরা কিংসের সিনিয়র ফুটবলার তপু বর্মণের দলকে চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিতে চান, ‘আমরা দু'টি টাফ ম্যাচ খেলে ফাইনালে এসেছি। ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিতে চাই।'

বসুন্ধরা কিংস অবশ্য চলতি মৌসুম শুরু করেছিল সফলতা দিয়েই। ইউরোপীয়ান ফুটবলে বিগত মৌসুমের লিগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়।

বাংলাদেশেও সেই সংস্কৃতি চালু করেছে এবার চ্যালেঞ্জ কাপ দিয়ে। সেই চ্যালেঞ্জ কাপে মোহমেডানকে হারিয়ে ট্রফি পেয়েছিল বসুন্ধরা কিংস।

আরআর/টিএ 

Share this news on: