হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা

২-১ গোলের জয়। খেলা শেষের বাঁশি বাজার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উৎসব। বার্নলি ফিরছে প্রিমিয়ার লিগে– এটাই উৎসবের কারণ। তবে উৎসব করতে গিয়েই কি না মাত্রা ছাড়িয়ে গেলেন বার্নলির সমর্থকরা। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন, মৌখিকভাবেও খুব একটা শোভনীয় ছিল না আচরণ।

শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ওপরেই যেন যাবতীয় ক্ষোভ বার্নলি দর্শকদের। ম্যাচ শেষের পরপরই মাঠে ঢুকে পড়েন বার্নলি সমর্থকরা। এসময় উৎসব প্রকাশ করার পাশাপাশি প্রতিপক্ষ শেফিল্ডের বিভিন্ন খেলোয়াড়দের প্রতি মন্তব্যও করেছেন।

তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি ব্রিটেনের গণমাধ্যম। ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ হারার পর অনেকটা সময় ধৈর্য্য ধরে রাখলেও একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাংলাদেশের এই তারকা।

তিনিও পাল্টা এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে। একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।

এদিকে গতকাল বার্নলির বিপক্ষে ২-১ গোলে হারের পর সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে হামজা চৌধুরীর দলের জন্য। শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে দ্য ব্লেডসরা। এই মুহুর্তে প্রিমিয়ার লিগে উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ। নকআউট পদ্ধতির সেই ম্যাচের পরেই নিশ্চিত হবে শেফিল্ড প্রিমিয়ার লিগে খেলবে কি না।

এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। এই জয়ের পর অবশ্য লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল ঘিরে বিতর্ক, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার Apr 22, 2025
img
পেঁয়াজের দাম বাড়লেও লোকসানের আশঙ্কায় চাষিরা Apr 22, 2025
img
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 22, 2025
img
শ্রীপুরে ওসির ‘ঘুষ চাওয়ার’ ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর জেলা পুলিশ Apr 22, 2025
img
হাসিনা ও টিউলিপকে দেশে আনার কার্যক্রম শুরু : দুদক কমিশনার Apr 22, 2025
img
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন, দিনক্ষণ চূড়ান্ত Apr 22, 2025
img
দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর Apr 22, 2025
img
‘ফেরেশতা বসালেও ভালো নির্বাচন সম্ভব নয়’ — ইসিকে জবাবদিহিতার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির Apr 22, 2025
img
বিদেশ বিলাসে সাদিয়া আয়মান Apr 22, 2025
img
৪ ঘণ্টার সংঘর্ষ শেষে সায়েন্সল্যাবে পরিস্থিতি স্বাভাবিক Apr 22, 2025