ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই উত্তেজনা, তারকাদের ঝলক আর কখনো কখনো বিতর্ক। এবারের বিতর্ক জন্ম নিল রাজস্থান রয়্যালসের এক ম্যাচ ঘিরে—নিজ দলের বিরুদ্ধেই ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন বিজেপির এমএলএ জয়দ্বীপ বিহানি, যিনি রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিহানির অভিযোগ, চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থানের ২ রানে হারের ম্যাচটি ‘ফিক্সড’। গত ১৯ এপ্রিল জয়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে লখনৌ ১৮০ রান করার পর ব্যাট হাতে রাজস্থানের অবস্থান ছিল ভালো। শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৯ রান, কিন্তু আভেশ খানের বল করা ওই ওভারে তুলতে পারে মাত্র ৬ রান। সেখানেই প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা।
তার ভাষায়, “যারাই ম্যাচটি দেখেছেন, সবাই বুঝবেন কিছু একটা সমস্যা ছিল। এমন ওভার দেখে একটা ছোট্ট বাচ্চাও বলবে—ওটা পাতানো ছিল।”
আইপিএলের ম্যাচ ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন তিনি। জেলাভিত্তিক প্রশাসনের হাতে কেন ম্যাচ আয়োজনের দায়িত্ব, তা নিয়েও প্রশ্ন তোলেন বিহানি।
তবে এই অভিযোগের কড়া জবাব দিয়েছে রাজস্থান রয়্যালস। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে তারা দাবি করেছে, বিহানির মন্তব্য “মিথ্যা, ভিত্তিহীন ও অপমানজনক।” একইসঙ্গে দাবি করা হয়, “এই বক্তব্য রাজস্থান রয়্যালস, রাজ্য ক্রীড়া কাউন্সিল, বিসিসিআই এবং ক্রিকেটের চেতনাকেই কলঙ্কিত করেছে।”
এখনো পর্যন্ত বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।