'বিয়ে করছি না, এখনও আলোচনা হয়নি'- বনি সেনগুপ্ত

টলিউডের পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রির খবর, ফের সানাই বাজতে চলেছে টিনসেল টাউনে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই তারকা জুটি। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা।

সত্যি কি দীর্ঘ ১১ বছরের প্রেম এবার পরিণতি পেতে চলেছে? বনি জানালেন, ‘এখনও এরকম কিছু কনফার্ম হয়নি। আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কবে বিয়ের প্ল্যান করছি। আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দু'জনেরই অনেক কাজের চাপ আছে। এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই। এটুকুই বলেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল জানি না।’

অভিনেতা যোগ করলেন, ‘আমাদের এখনও বিয়ে নিয়ে কোনও আলোচনাই হয়নি। তবুও বিয়ের খবর রটেছে।’

'আবার প্রলয়', 'বহুরূপী' এবং 'কিলবিল সোসাইটি'-তে কাজ করার পরে কৌশানীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । অন্যদিকে ক্যারিয়ারে বনি প্রায় তার সমসাময়িক সময়ের। তবুও সাফল্যর নিরিখে বনি একটু পিছিয়েই আছেন।

এদিকে অনেকেই নেটমাধ্যমে ট্রোল করা শুরু করেছে অভিনেতাকে। তাদের বক্তব্য, বনি নাকি হিংসে করেন কৌশানীকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে আমার হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। ও (কৌশানী) যে এই সুযোগটা পেয়েছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা অনেকে পারে না। ওর যখন খারাপ সময় পাশে ছিলাম, ভালো সময় থাকব না কেন এটাই বুঝতে পারছি না। কারা এসব ভাবছে আমি জানি না। যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায় এবং এটায় তাদের পেট চলে, তাহলে চলুক।’

বাংলার পাশাপাশি এই মুহূর্ত ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'আজিরা রেবতি'। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে অভিনেতার বাংলা ছবি 'হাঙ্গামা ডট কম'। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।

তাহলে কি কিছুটা অভিমান করেই বাংলা থেকে ওরিশ্যা ইন্ডাস্ট্রিতে পাড়ি দিলেন অভিনেতা? উত্তরে তিনি বলেন, ‘আকৌজিরা রেবতি-র দ্বিতীয় সপ্তাহ চলছে এবং এখনও হাউসফুল যাচ্ছে ওখানে। আমি খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সেখানে আরও দু'জন খুব জনপ্রিয় পরিচালক ইতোমধ্যেই যোগাযোগ করেছেন পরের ছবিতে কাজের জন্য। ভালো কাজ হলে আমি সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি।’

বনির কথায়, সিনেমা যে ভাষাতেই হোক না কেন সেটা সিনেমাই। আমি কোনও ভেদাভেদ করতে চাই না। এখানে শেষ শ্যুট করেছি 'বানসারা' ছবিটার। সবাই দেখলে বুঝতে পারবে, এই কাজটা একেবারে অন্যভাবে করার চেষ্টা করেছি। টলিউডে ভালো কাজ হচ্ছে না বলে ওড়িশ্যাতে কাজ করছি, সেটা একেবারেই না। কৌশানী যেমন একটা দ্বিতীয় সুযোগ পেয়েছে, আমিও যেদিন পাবো, তখন হয়তো নিজের নামটা পরিবর্তন করাতে পারব। তবে সেই সুযোগটা যতদিন না আসছে, আমাকে তো কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যেতে হবে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস Apr 22, 2025
img
হৃদয়কে খেলাতে ডিপিএলের নিয়মই বদলে ফেললো বিসিবি! Apr 22, 2025
img
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নেই: শামসুজ্জামান দুদু Apr 22, 2025
img
আমার শখ এখনো পূরণ হয়নি : শাকিব খান Apr 22, 2025
img
আইপিএল ঘিরে বিতর্ক, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার Apr 22, 2025
img
পেঁয়াজের দাম বাড়লেও লোকসানের আশঙ্কায় চাষিরা Apr 22, 2025
img
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 22, 2025
img
শ্রীপুরে ওসির ‘ঘুষ চাওয়ার’ ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর জেলা পুলিশ Apr 22, 2025
img
হাসিনা ও টিউলিপকে দেশে আনার কার্যক্রম শুরু : দুদক কমিশনার Apr 22, 2025
img
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন, দিনক্ষণ চূড়ান্ত Apr 22, 2025