বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও ‘জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমে ডিসেম্বরে নির্বাচন হবে বলে জানান। পরে আবার রাতের বেলা প্রেস নোট দিয়ে বলা হয় জুনে নির্বাচন হবে। আমরা চাই, যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আন্দোলনের প্রয়োজন নেই।”
বিএনপির এই নেতা দাবি করেন, “৩১ দফা বিএনপির একার পরিকল্পনা নয়। এখানে রাষ্ট্র সংস্কার ও জনগণের প্রত্যাশার দিকগুলো বিবেচনায় নিয়ে একটি ভবিষ্যৎ কাঠামোর রূপরেখা তুলে ধরা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেই পরিকল্পনার বিস্তারিত আছে এই ৩১ দফার মধ্যেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসএস/টিএ