কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই নয়, বলিউডের সঙ্গে তাঁর ওঠাবসা ও তারকাদের ভিড়ে অবাধ গতির জন্যও খ্যাত ছিলেন বাবা সিদ্দিকি। সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল অনেক। দারুণ প্রতাপশালী বাবা সিদ্দিকিকে গতবছর গুলি করে হত্যা করা হয়। যে ঘটনায় নড়েচড়ে বসে গোটা ভারত।
সালমান খানের সঙ্গ ঘনিষ্ঠতার কারণেই হত্যা করা হয়েছে বাবা সিদ্দিকিকে, এমনটা স্বীকার করেছে সালমানের চিরশত্রু বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপর থেকেই নিরাপত্তার চাঁদরে ঢাকা সালমান খান। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাবা সিদ্দিকির ছেলে এনসিপি নেতা জিশান সিদ্দিকিও।
সম্প্রতি সালমান খানকে একের পর এক হত্যা হুমকি দেয়া হচ্ছে।
এবার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও হত্যার হুমকি দেওয়া হলো। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এনসিপি নেতা জিশানের দাবি, সোমবার তিনি ইমেইল মারফত খুনের হুমকি পেয়েছেন। ডি কোম্পানির এক সদস্য হুমকি বার্তাতে তাকে সতর্ক করে বলেছেন, ১০ কোটি টাকা না দিলে তার পরিণতিও তার প্রয়াত বাবার মতোই হবে! এ হুমকির পর সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়ার পাশাপাশি জিশান প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জিশান প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ কথা বলেন জিশান। তিনি বলেন, ‘গত তিন দিন ধরে ক্রমাগত হুমকি মেল পাচ্ছি। প্রত্যেকটি মেলে লেখা, ‘১০ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকের মতোই তোমাকেও খুন করা হবে। প্রেরক নিজেকে ডি কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। সতর্ক করেছেন, প্রাণ বাঁচাতে যেন কোনও ভাবেই পুলিশের সঙ্গে যোগাযোগ না করি।’
জিশানকে হুমকির এ খবর ছড়াতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। বাবা সিদ্দিকির মৃত্যুভয় এখনও কাটেনি ভাল করে। এবার তার ছেলে খুনের হুমকি পাওয়ায় প্রশ্ন উঠেছে, সালমান খানের সঙ্গে বন্ধুত্বের খেসারত কি তাকেও দিতে হবে? কারণ, দিন দুই আগে সালমান ঘনিষ্ঠতার কারণে দলের থেকে প্রায় একই ভাবে মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেতা অভিনব শুক্ল। এবার হুমকি দেওয়া হলো জিশানকে। সব মিলিয়ে সালমান ভক্তরা যেমন রয়েছে দুশ্চিন্তায়, তেমনি সালমান খানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই রয়েছেন নিরাপত্তহীনতায়।
এফপি/টিএ