রাজধানীর কলাবাগানের পোড়াবাড়ি গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজউক। ভবন ম্যানেজারের কাছে চাওয়া হয় রাজউকের অনুমোদনপত্র ও নকশার কাগজ। কিন্তু তা দেখাতে ব্যর্থ হওয়ায় ভেঙে ফেলা হলো ভবনের বর্ধিত অংশ। পাশাপাশি করা হয় ১ লাখ টাকা জরিমানা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় এহছানুল মামুন বলেন, নির্মাণাধীন ভবনের সামনে রাজউকের অনুমোদনপত্রের একটি ব্যানার বা সাইনবোর্ড রাখতে হয়। এ ভবনে এসে আমরা তা পাইনি। ম্যানেজারের কাছে চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। এছাড়া আমরা ভবনটির নকশা দেখতে চাই, সেটাও পাওয়া যায়নি। পরে আমরা দেখতে পাই যে নিয়মের বাইরে ভবনটি বর্ধিতভাবে নির্মাণ করা হয়েছে। তাই বর্ধিত অংশটি ভাঙা হয়।
এ সময় ভবন ম্যানেজারকে ইমারত বিধিমালা আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এফপি/টিএ