ইটনায় চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যার পর চৌগাঙ্গা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মাছ ধরা নিয়ে চাচা বাবুল মিয়ার সঙ্গে মোকারিমের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে সন্ধ্যার পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরআর/টিএ

Share this news on: