পাওয়া গেল পলকের সেই ‘সোয়েটার’

কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দাবি করেছিলেন, জামা-কাপড় না থাকায় আগামী শীতে অসুবিধায় পড়তে হবে তাকে।

সোমবার (২১ এপ্রিল) আদালতে দাঁড়িয়েই এই অভিযোগ তোলেন তিনি। তবে বিষয়টি অনুসন্ধান করে বিকেলেই কারা কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যায়নি। সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।’

জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে, পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। সেদিন সাক্ষাৎ শেষে কারা রক্ষীরা ব্যাগটি পড়ে থাকতে দেখে তা স্টোররুমে রেখে দেয়।

তবে আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দীর কোনো মালামাল হারানোর সুযোগ নেই।’

এদিকে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমে দাবি করেন, তার মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘পলক প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়।’

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট গ্রেফতার হন জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আইনজীবী তুরিন আফরোজ এবং পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল ঘিরে বিতর্ক, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার Apr 22, 2025
img
পেঁয়াজের দাম বাড়লেও লোকসানের আশঙ্কায় চাষিরা Apr 22, 2025
img
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 22, 2025
img
শ্রীপুরে ওসির ‘ঘুষ চাওয়ার’ ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর জেলা পুলিশ Apr 22, 2025
img
হাসিনা ও টিউলিপকে দেশে আনার কার্যক্রম শুরু : দুদক কমিশনার Apr 22, 2025
img
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন, দিনক্ষণ চূড়ান্ত Apr 22, 2025
img
দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর Apr 22, 2025
img
‘ফেরেশতা বসালেও ভালো নির্বাচন সম্ভব নয়’ — ইসিকে জবাবদিহিতার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির Apr 22, 2025
img
বিদেশ বিলাসে সাদিয়া আয়মান Apr 22, 2025
img
৪ ঘণ্টার সংঘর্ষ শেষে সায়েন্সল্যাবে পরিস্থিতি স্বাভাবিক Apr 22, 2025