টলিউডের জনপ্রিয় রোমান্টিক নায়িকা কৌশানী মুখোপাধ্যায় এবার এক নতুন এবং সম্পূর্ণ ভিন্ন অবতারে পর্দায় আসছেন। প্রেমের জগত ছেড়ে এবার তিনি পা রাখছেন ভয়ের জগতে—এক রহস্যময় ‘কনে’র ভূমিকায়, তাও আবার এক ভৌতিক রূপে। কৌশানীর এই চরিত্র দেখা যাবে আসন্ন ছবি ‘কাদের কুলের বৌ’-এ।
ছবিটি পরিচালনা করছেন শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তী, যাঁদের দু’জনেরই এটি বড়পর্দায় পরিচালনায় প্রথম কাজ। প্রযোজনা সংস্থা হিসেবে রয়েছে এসভিএফ। এই নতুন ছবির ঘোষণা করা হয়েছে এসভিএফ-এর 'গল্পের পার্বণ' অনুষ্ঠানে।
কাহিনির কেন্দ্রে রয়েছে নিশুতি রাতে কনের সাজে ঘুরে বেড়ানো এক রহস্যময় নারী, যার পরনে লাল বেনারসি, হাতে বরের টোপর, আর মুখে এক ভয়ের স্নিগ্ধতা। কে এই কনে, কেন সে ঘুরে বেড়ায়, তার পিছনের রহস্য নিয়েই এগোবে গল্প।
এই প্রথমবার ভৌতিক সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশানীকে। পোস্টারে তাঁর সম্পূর্ণ রূপ না দেখালেও, উস্কোখুস্কো চুল, লাল বেনারসি আর ঠান্ডা চাহনি থেকে স্পষ্ট, তিনি এবার ভয় দেখাতে এসেছেন। ‘বহুরূপী’-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল, আর ‘কিলবিল সোসাইটি’-তে পূর্ণা আইচ হিসেবে তিনি দর্শক ও সমালোচকের মন জয় করেছিলেন। এবার ‘কাদের কুলের বৌ’ ছবিতে রোমান্টিক ইমেজ ভেঙে তিনি হয়ে উঠছেন আতঙ্কের রানি।
ভৌতিক সিনেমার দর্শকদের জন্য এই ছবি হতে চলেছে এক নতুন চমক। প্রস্তুত তো আপনি, কৌশানীর গলায় শীতল হাওয়া বইয়ে নেওয়ার জন্য?
এফপি/টিএ